Raj Bhavan molestation case: রাজভবনে তদন্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, ‘শ্লীলতাহানী’ কাণ্ডে জানাল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানীর তদন্ত চলছে তবে কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। অনুসন্ধান করা হচ্ছে কী ঘটছিল সেখানে। তা রাজ্যপালের বিরুদ্ধে কোনও তদন্ত নয়। সোমবার লালবাজারের তরফে সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।

মেলেনি সিসিটিভি ফুটেজ

জানা গিয়েছে, লালবাজার ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ চেয়েছে। তবে তা এখনও মেলেনি। সেখানে নিযুক্ত পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলার চেষ্টা চলছে। এই শ্লীলতাহানীর অভিযোগের তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয়েছে। সেই টিমের নেতৃত্বে রয়েছেন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজভবনের তরফে কেউ তাদের অনুসন্ধান প্রক্রিয়ায় সহায়তা করেনি। সেখানে দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।

আরও পড়ুন। গড়িয়ায় আশুতোষ কলেজের ছাত্রের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল বোমা বাঁধার দড়িও

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ করেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। তিনি গত বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান। তার পরই এই অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। যদিও রাজ্যপাল নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে তিনি কেরলে।

আরও পড়ুন। পুরোটাই ‘ডিপফেক’ প্রযুক্তিতে তৈরি, সন্দেশখালির ভিডিয়ো নিয়ে এবার দাবি শুভেন্দুর

রাজভবনের বিবৃতি

এই অভিযোগ পাওয়ার পরই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে লালবাজার। তারা রাজভবনের সিসিটিভি ফুটেজও চায়। কিন্তু রবিবার রাজভবন থেকে বিবৃতি দিয়ে সংবিধানের ৩৬১ (২), (৩) ধারার কথা মনে করিয়ে দেওয়া হয়। এই ধারায় রাজ্যপালকে বিশেষ রক্ষাকবচ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারবেন না। শুধু তাই নয় রাজভবনের কোনও স্থায়ী বা অস্থায়ী কর্মীর সঙ্গে ফোনে বা অনলাইনে যোগাযোগও করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

আর পড়ুন: বিষক্রিয়ায় অসুস্থ হওয়া ১৫টি বিপন্ন প্রজাতির শকুনকে উদ্ধার করল বন দফতর

আরও পড়ুন। অভিষেকের সভার আগেই হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত ১ কিশোর, জখম ২, হাত উড়ল একজনের

এই নির্দেশের পরই তদন্ত নিয়ে বিপাকে পরে পুলিশ। লালবাজারের থেকে যোগাযোগ করা হয় আইন বিশেজ্ঞদের সঙ্গে। তার পরই সিদ্ধান্ত নেওয়া হয় তদন্ত চলবে কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। যে ঘটনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, তার সত্যতার অনুসন্ধানের জন্য।

আরও পড়ুন। উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরোলেই ফোনে জানাবে HT বাংলা! এখনই রেজিস্টার করে রাখুন