SSC Scam: সুপ্রিম কোর্টে হল না SSC মামলার শুনানি, মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত

সুপ্রিম কোর্টে হল না ২০১৬র SSC দুর্নীতি মামলার শুনানি। সোমবার ভারতরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে সেটি মঙ্গলবার শুনানির জন্য ধার্য করা হয়েছে। এদিন এই মামলায় নতুন বেশ কয়েকটি আবেদন জমা পড়ে বলে জানান আইনজীবীরা। সমস্ত বক্তব্য মঙ্গলবার একসঙ্গে শোনা হবে বলে জানান প্রধান বিচারপতি।

পিছল শুনানি

গত সোমবার হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। এর পর গত শনিবার SSCর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, যাদের নিয়োগে কোনও অভিযোগ নেই তা বিকল্প পদ্ধতিতে চিহ্নিত করে সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন। এদিন সেই হলফনামা কমিশন আদালতে জমা দেয় কি না সেদিকে নজর ছিল চাকরিহারা যোগ্য প্রার্থীদের। হলফনামা দিলেও তা আদালতে গ্রহণযোগ্য হয় কি না উদ্বেগ ছিল না নিয়েও। শুনানি পিছিয়ে যাওয়ায় সেই উৎকণ্ঠার অবসান হল না।

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে SSC সংক্রান্ত ২টি মামলা তলিকায় ৩০ ও ৪১ নম্বরে নথিভুক্ত ছিল। প্রধান বিচারপতি জানিয়েছেন, সমস্ত মামলার শুনানির পর এই মামলাদুটির শুনানি হবে। তবে আগের মামলাগুলির শুনানি শেষ হতে দেরি হওয়ায় SSC মামলার শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি। মঙ্গলবার মামলাটির শুনানি হবে বলে নথিভুক্ত করেন তিনি।

আদালতে এল আরও আবেদন

এদিন আদালতে আইনজীবীরা জানান, এই মামলার সঙ্গে জড়িত আরও কয়েকটি আবেদন এসেছে আদালতে। প্রধান বিচারপতি বলেন, সমস্ত মামলার শুনানি একসঙ্গে হবে। মঙ্গলবার সবাই বলার সুযোগ পাবেন। আদালতের সময় বাঁচাতে বক্তাদের তালিকা আগে থেকে তৈরি রাখার নির্দেশ দেন তিনি।

গত ২২ এপ্রিল এক নির্দেশে ২০১৬ সালের SSC পরীক্ষার মাধ্যমে নিযুক্ত ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। SSC প্যানেলে যোগ্য – অযোগ্যদের আলাদা করতে না পারায় এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে বলে জানায় আদালত। গত সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, দুর্নীতি যে হয়েছে তা স্পষ্ট। তবে অতিরিক্ত পদ তৈরির ওপরে হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার ওপর ৭ দিনের স্থগিতাদেশের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।