Vlogger allegedly molested by RPF: চলন্ত ট্রেনের মধ্যেই যুবকের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ RPF জওয়ানের বিরুদ্ধে

রক্ষকই হল ভক্ষক! চলন্ত ট্রেনের মধ্যে এবার এক যুবকের শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ আরপিএফ কর্মীর বিরুদ্ধে। দিল্লির বাসিন্দা নির্যাতিত ওই যুবক একজন ভ্রমণ ভ্লগার। তার অভিযোগ, তিনি অসমের গুয়াহাটি থেকে রাঙ্গাপাড়া উত্তর জংশনে ডনি পোলো এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার সময় আরপিএফের এক কর্মী তাঁর গোপনাঙ্গ স্পর্শ করেন। এই ঘটনায় নিজের ভ্লগে আরপিএফের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি রেলের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই যুবক।

আরও পড়ুন: রাজভবনে তদন্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, ‘শ্লীলতাহানী’ কাণ্ডে জানাল পুলিশ

 রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২৫ এপ্রিল। বছর ৩০-এর ওই ভ্লগার জানান, ওই দিন মধ্যরাতে ঘটেছিল। তিনি লোয়ার বার্থে ঘুমোচ্ছিলেন। তখন ওই আরপিএফ কর্মী এসে তাঁর চোখে টর্চ জ্বালায়। তারফলে ঘুম থেকে জেগে যান ওই যুবক। তাকে দেখে যুবক ট্রেনের অবস্থান জানতে চান। রাঙ্গাপাড়া স্টেশনের দূরত্ব সম্পর্কে আরপিএফকে জিজ্ঞাসা করেন তিনি। তখন আরপিএফ জানান, খুব তাড়াতাড়ি পৌঁছবে। এরপর ওই যুবকের কাছে তার পরিচয়, পেশা এবং গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ কর্মী।

এরপরই ওই আরপিএফ তার পাশে বসে পড়েন। তবে বার্থে জায়গা কম থাকায় আরপিএফ কর্মী তার পায়ের ওপরে বসে পড়েন। যুবক প্রথমে ভেবেছিলেন আরপিএফ অফিসার খুবই ক্লান্ত ছিলেন সেই কারণে তার ওপরে বসে পড়েছিলেন। কিন্তু, তিনি আরপিএফ কর্মী হওয়ায় বিষয়টিতে তিনি বিশেষ গুরুত্ব দেননি। তিনি আবার ঘুমোতে যান। তারপরেই ওই আরপিএফ কর্মী তার গোপনাঙ্গ স্পর্শ করেন বলে অভিযোগ।

এরপরেই যুবক চিৎকার করতে শুরু করে।এই ঘটনা কার্যত হতবাক হয়ে যান ভ্লগার। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে ট্রেন থেকে নেমেই তিনি ভিডিয়ো করেন। এরপর এই ঘটনা সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা ভিডিয়োতে শেয়ার করেন। এছাড়াও ‘রেলওয়ে মাদাদ’- এর কাছেও  অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। 

ঘটনার প্রতিক্রিয়ায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে জানিয়েছেন, কর্তৃপক্ষ সক্রিয়ভাবে মামলাটির তদন্ত করছে। তিনি আশ্বাস দিয়েছেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। তিনি যুবককে এগিয়ে এসে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। ঘটনার এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখতে কিছুটা সময় লাগলেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এছাড়াও, তিনি রেলওয়ে মাদাদ অ্যাপ ব্যবহার করে যাত্রীদের যে কোনও অভিযোগের বিষয়ে অবিলম্বে জানানোর জন্য অনুরোধ করেন।