পোলিওয় হাত-পা হারিয়েও জীবন উৎসর্গ করেছেন সামাজিক কাজে,পদ্মশ্রী নেওয়ার আগে প্রধানমন্ত্রীর হাত ধরে প্রণাম কেএস রাজন্নার

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন সকল পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্ম বিভূষণ প্রাপকদের হাতে তাঁদের পুরস্কার তুলে দেন। আর এঁদের অন্যতম ছিলেন কেএস রাজন্না। তাঁর হাতে দ্রৌপদী মুর্মুর পদ্মশ্রী তুলে দেওয়ার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। চোখে জল এনে দিয়েছে সেই ভিডিয়ো।

আরও পড়ুন: ‘সেসবে অসুবিধা নেই, তবে…’, ওয়েডিং রিংয়ের সঙ্গে শাঁখা – পলার তুলনা! বিতর্কিত মন্তব্যের পর মমতা শঙ্করকে কটাক্ষ তসলিমার

ডক্টর কেএস রাজন্না পোলিও আক্রান্ত হয়ে তাঁর চার হাত পা হারিয়েছেন। তবুও এতটুকু কমেনি তাঁর জীবন শক্তি। উল্টে সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন সামাজিক কাজে। নিরলস কাজ করে গিয়েছেন বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য। আর তিনি এদিন তাঁর সেই কাজের জন্যই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন।

আরও পড়ুন: কংগ্রেসের জন্যই ১৫ লাখ করে পাচ্ছেন না নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, ‘এই সুবিধা তখনই পাবেন যখন…’

আরও পড়ুন: লালের হাল ফেরাতে পথে নামলেন রাহুল – বাদশা, হুডখোলা জিপে প্রচার সারলেন দীপ্সিতার হয়ে

এএনআইয়ের তরফে যে ভিডিয়ো এদিন প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি প্রথমে এসে প্রধানমন্ত্রীর হাত ধরে প্রণাম করেন। তারপর এগিয়ে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দিকে। রাষ্ট্রপতি তাঁর হাতে সেই পুরস্কার তুলে দিতেই তিনি গর্ব সহকারে সেটা তুলে ধরে সকলকে দেখান। হাততালিতে ফেটে পড়ে গোটা প্রেক্ষাগৃহ।

আরও পড়ুন: মাধুরীর জন্মদিনে বিশেষ চমক ‘ভক্ত’ অঙ্কিতার! ড্যান্স দিওয়ানেতে নাচলেন ধকধক গার্লের কোন গানে?

আরও পড়ুন: ‘এই পেশাটা বড্ড দুর্ভাগ্যজনক…’ অভিনয় জগৎ নিয়ে মত ইন্দ্রনীলের, কিন্তু কেন এমনটা মনে করেন ‘ফেলুদা’?

কে কী বলছেন?

এক ব্যক্তি এই ভিডিয়োতে মন্তব্য করে লেখেন, ‘এমন যোগ্য পুরস্কার প্রাপকদের খুঁজে বের করার জন্য কুর্নিশ।’ আরেকজন লেখেন, ‘এই ভিডিয়োটি দেখেই মন ভালো হয়ে গেল। সত্যি জীবনে কোনও কিছুই বাধা হতে পারে না যদি ইচ্ছে থাকে।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘মন ভরে গেল ভিডিয়ো দেখে। একেবারে যোগ্য পুরস্কার প্রাপক।’