Gujarat Titans to don special Lavender Jersey against Kolkata Knight Riders IPL 2024 Know reason

নয়াদিল্লি: আইপিএলে নিজেদের প্রথম মরশুমেই খেতাব জিতে নিয়ে শোরগোল ফেলে দিয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গত মরশুমের ফাইনালে পৌঁছয় তাঁরা। এবারের আইপিএলে প্লে-অফে পৌঁছনো রাস্তাটা তাঁদের কাছে কঠিন। নিজেদের শেষ তিন ম্যাচে জিততেই হবে শুভমন গিলদের। এই তিন ম্যাচের মধ্যে দুইটি তাঁদের ঘরের মাঠে। প্রথমে চেন্নাই সুপার কিংস এবং ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (GT vs KKR) মাঠে নামবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে গিলদের তাঁদের প্রথাগত নীল জার্সি পরে কিন্তু মাঠে নামতে দেখা যাবে না। কিন্তু কেন?

কেকেআরের বিরুদ্ধে ১৩ মে খেলতে নামবে টাইটান্স। সেই ম্যাচে গাঢ় নীল রঙের জার্সির বদলে ল্যাভেন্ডার রঙের জার্সিতেই গিলরা মাঠে নামবেন বলে আজই গুজরাত টাইটান্সের তরফে সরকারিভাবে জানানো হয়। এই জার্সি বদলের পিছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। কী সেই উদ্দেশ্য? আসলে এই ল্যাভেন্ডার জার্সির মাধ্যমে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে এবং এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই আগ্রহী গুজরাত টাইটান্স। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ জার্সি পরে মাঠে নামার কথা জানায়।

 

 

এক বিবৃতিতে গুজরাতের তরফে জানানো হয়, ‘এর মাধ্যমে আমরা ক্যান্সার আক্রান্তদের ভাল চিকিৎসা এবং দ্রুত রোগ চিহ্নিত করার গুরুত্ব বাড়াতে আগ্রহী।’ অধিনায়ক গিলও জানান এই বিষয়ে জনগণ অবগত করানোটা ক্রিকেটারদের ‘সামাজিক দায়িত্ব’। তবে এটা কিন্তু প্রথম নয়, এর আগের মরশুমেও গুজরাত এই ল্যাভেন্ডার জার্সি পরে মাঠে নেমেছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ৩৮ রানে দুরন্ত জয় পেয়েছিল গুজরাত। মোহিত শর্মা ও মহম্মদ শামি চারটি করে উইকেট নিয়েছিল। শতরান এসেছিল গিলের ব্যাট থেকে। এই ল্যাভেন্ডার জার্সিতে ফের একবার কি নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে জ্বলে উঠবে গিলের ব্যাট? সেটা সময়ই বলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: কর্ণধারের তীব্র ভর্ৎসনা, আইপিএল মরশুম শেষের আগেই LSG-র নেতৃত্ব ছাড়বেন কেএল রাহুল? 

আরও দেখুন