IPL 2024: ''ভারতীয় ক্রিকেটের অসাধারণ প্রতিভা'', দুরন্ত অভিষককে সার্টিফিকেট বিধ্বংসী হেডের

<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> চলতি আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। টুর্নামেন্টে রেকর্ড ভাঙা-গড়া যেন অভ্যেসে পরিণত করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। চলতি <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের শুরুর দিকে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল কমলা ব্রিগেড। যা এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে কোনও দলের সর্বাধিক রান এক ইনিংসে। আবার গতকাল ১৬৬ রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয় ছিনিয়ে নেয় প্যাট কামিন্সের দল। যা এত বড় রান তাড়া করতে নেমে দ্রুতত জয় ফ্র্যাঞ্চাইজি লিগে। আর এই সাফল্য়ের মূলে মূলত দলের ওপেনিং জুটি ট্রভিস হেড ও অভিষেক শর্মা।&nbsp;</p>