IPL 2024: Punjab Kings vs Royal Challengers Bengaluru head to head and preview get to know

ধর্মশালা: পরপর হার। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। আরও একটা মরশুমে প্লে অফের রাস্তা কঠিন থেকে কঠিনতর হয়েছে। কিন্তু শেষ কয়েকটি ম্য়াচে কিছুটা নিজেদের হাল ফিরেছে দলটায়। বিরাট কোহলি (Virat Kohli), ফাফ ডু প্লেসির (Faf Du Plessis) আরসিবি শিবির এই মরশুমেও প্লে অফে জায়গা করতে পারবে কি না সন্দেহ আছে। কারণ কাজটা কঠিন। কিন্তু বিশ্বাস আছে। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে তাই আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। 

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুটো দল মোট ৩২ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঞ্জাব কিংস কিছুটা এগিয়ে রয়েছে। তারা আরসিবির বিরুদ্ধে মোট ১৭ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিে ১৫ বার জয় ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

পাঞ্জাব কিংসের জনি বেয়ারস্টো আরসিবির বিরুদ্ধে সবচেয়ে সফল ব্যাটার। পাঁচটি ইনিংস খেলে এখনও পর্যন্ত একটি সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান রয়েছে ইংরেজ ব্য়াটারের। ১৭৭.২৫ স্ট্রাইক রেট ব্যাটিং করে মোট ২৬১ রান করেছেন। আরসিবির প্রধান বোলার মহম্মদ সিরাজের বিরদ্ধেও রেকর্ড যথেষ্ঠ ঈর্ষণীয় জনির। তিনি মোট ২৬১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সিরাজের বিরুদ্ধে। ২৫ বলে ৫৪ রান খরচ করেছেন। একবার আউট হয়েছেন। পাঞ্জাব শিবির চাইবে বেয়ারস্টোর ফর্ম যেন অব্য়াহত থাকে। একাদশে কোনও বদল সেভাবে হওয়ার কথা নয়। তবে লিয়াম লিভিংস্টোনকে ফিরিয়ে আনতে পারে টিম ম্য়ানেজমেন্ট। বোলিং ডিপার্টমেন্টে স্পিন ডিপার্টমেন্টে পাঞ্জাবের হয়ে ভরসা জুগিয়েছেন হরপ্রীত ব্রার, রাহুল চাহার জুটি। অন্য়দিকে পেস ডিপার্টমেন্টে রাবাডা ছাড়াও ভরসা জুগিয়েছেন হর্ষল ও অর্শদীপ জুটি। 

আরসিবি ব্যাটিং লাইন আপে উইল জ্যাকস ফর্মে ফেরায় কিছুটা শক্তিশালী হয়ে উঠেছে দলটি। বিরাট ও ফাফ তো ফর্মেই রয়েছেন। জ্যাকসও শতরান হাঁকিয়ে ফেলেছিলেন। সাত থেকে পনেরাে ওভার পর্যন্ত সময় রজত পাতিদার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করছেন ধারাবাহিকভাে। তাঁর স্ট্রাইক রেট এই মাঝের ওভারে ১৮৩। স্পিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। পাঞ্জাবের স্পিন জুটির বিরুদ্ধে পাতিদারের ব্যাটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও বিরাট ও ফাফ আগে টস জিতে ব্যাটিং নিলে নিঃসন্দেহে আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করবেন। সেক্ষেত্রে বড় রান বোর্ডে তুলে চাপ বাড়তে চাইবেন তাঁরা। তবে বিরাটের বাধা হয়ে দাঁড়াতে পারেন প্রোটিয়া তারকা রাবাডা। টেস্টে বারবার ফাঁদে ফেলেছেন কিং কোহলিকে। টি-টোয়েন্টির মঞ্চে রাবাডা কি সফল হবেন বিরাটের বিরদ্ধে? উত্তর সময়ই দেবে।

আরও দেখুন