Mohammed Shami holds no bar on Sanjiv Goenka KL Rahul episode IPL 2024

নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে দলের হারের পর লখনউ সুপার জায়ান্টসকে অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) মাঠেই ভর্ৎসনা করতে দেখা যায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। লখনউ কর্ণধারের এহেন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার এই নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)।

রাহুলের ভারতীয় দলের সতীর্থর স্পষ্ট কথা, গোটা বিষয়টা অন্দরমহলে ক্যামেরার আড়ালেও করা যেত। খেলোয়াড়দেরও তো সম্মান আছে। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘আপনি দলের কর্ণধার হতে পারেন, তবে খেলোয়াড়দের তো সম্মান রয়েছে। আপনি নিজেও একজন সম্মানীয় ব্যক্তি। আপনাকে দেখে অনেকে শেখে, আপনাকে অনুসরণ করে। এইসব জিনিসপত্র যদি ক্যামেরার সামনে হয়, তাহলে সেটা দারুণ লজ্জার। যদি নিতান্তই কিছু বলতেই হত, তাহলে অন্য অনেকরকম উপায় রয়েছে। গোটা বিষয়টা সাজঘরে বা টিম হোটেলে বসেও আলোচনা করা যেত। মাঠের মধ্যে এগুলি করে আপনি মহান কিছু করে ফেলেছো যার জন্য আপনার সম্নান বাড়বে, এমন তো নয়। ‘

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্লে-অফের আশা জিইয়ে রাখতে চোট আঘাতে জর্জরিত সিএসকের বিরুদ্ধে মাঠে নামছে গুজরাত টাইটান্স

আরও দেখুন