Viral CCTV Footage: হাউজিং কমপ্লেক্সে ছয় বছরের শিশুকে কামড়াল কুকুর, সারমেয়দের খেতে দেওয়া দম্পতির ওপর চড়াও পড়শিরা

কুকুরের কামড় ঘিরে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল নয়ডা। নয়ডার সেক্টর ৭০ এর প্যান ওয়েসিস রেসিডেনশিয়াল সোসাইটিতে এক কম বয়সীকে দম্পতিকে টার্গেট করে হামলা করতে উদ্যত হন বাসিন্দারা। প্রসঙ্গত, ওই হাউসিং সোসাইটিতে এক ৬ বছরের শিশুকন্যাকে কুকুর কামড়ানোর পর থেকেই এই ক্ষোভ দেখা যায়। বাসিন্দাদের এই হামলা করার ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে।

অল্পবয়সী ওই দম্পতি পথচলতি কুকুরদের খাওয়ায় ও লালন করে। সদ্য সেখানে সোসাইটির ভিতরের মাঠে ওই শিশুকে পথ চলতি কুকুর কামড়ায়। ঘচনা গত ২ মের। রিপোর্ট বলছে, সেই কামড়ের জেরে গুরুতর আহত হয় মেয়েটি। একদিন পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, গোটা আবাসনের বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে সামিল হন। এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, আবাসনের বাসিন্দারা সংঘবদ্ধভাবে ওই কম বয়সী দম্পতিকে কীভাবে হামলা করে। ৬ বছরের শিশুকন্যাকে কুকুরের কামড়ের ঘটনা আবাসনের ভিতরে ঘটতেই, আবাসনে পথচলতি সারমেয়দের খাওয়ানো ও লালন করা ওই দম্পতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। মূল প্রতিবাদ ছিল তাঁদেরই বিরুদ্ধে।

( Akshay Tritiya 2024 Gold: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে চান বাড়ি বসেই? ব্লিনকিট, সুইগি ইনস্টামার্ট রয়েছে তো! আজ দর কত?)

( Budhdha Purnima 2024: ২০২৪ বুদ্ধপূর্ণিমা পড়ছে মে মাসেই, তারিখ, তিথি কবে? রইল শাস্ত্রমত)

 

( India Vs China on Teesta Project:তিস্তা প্রজেক্টে আগ্রহী ভারত, লোলুপ দৃষ্টি চিনের!তারই মাঝে দিল্লি-ঢাকা বৈঠক, কী উঠে এল?)

জানা গিয়েছে, ওই প্রতিবাদ ছিল শুভম ও সংকলিতাদের বিরুদ্ধে। এই অল্প বয়সী দম্পতিই এলাকার পথচলতি সারমেয়দের খাওয়াতেন বলে খবর। অভিযোগ, শুধু ওই দম্পতিকেই হামলার মুখে রাখেননি আবাসিকরা, তাঁরা ঘটনাস্থলে থাকা পুলিশ অফিসারকেও মারধর করেন। এই ভয়াবহ ঘটনার ভিডিয়ো সামনে এনেছে ‘পিপলস ফর অ্যানিম্যালস’। এই সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গোটা ঘটনার ফুটেজ প্রকাশ করে। জনতার এই রোষের তীব্র বিরোধিতা করে তারা। ইকনমিক টাইমসের খবর বলছে, ওই দম্পতিকে বাসিন্দাদের হুমকির মুখেও পড়তে হয়েছে। তাঁদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। অভিযোগ রয়েছে, এলাকার সিকিউরিটি ক্যামেরা ভেঙে দেওয়ারও চেষ্টা করেন বাসিন্দারা। গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন শুভমের স্ত্রী সংকলিতা। ক্ষিপ্ত বাসিন্দাদের মধ্যে থেকে একজন তাঁর মোবাইলও টেনে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ শুভমের।