Akhil Giri on governor: ফের বিতর্কে কারামন্ত্রী, রাজ্যপালকে আক্রমণ করে কুরুচিকর মন্তব্য অখিল গিরির

রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর পর রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। যে বক্তব্য নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেই অভিযোগ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেন কারামন্ত্রী।

বিতর্কিত মন্তব্য

শুক্রবার কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে জনসভা করেন কারামন্ত্রী। সেখানেই সভামঞ্চ থেকে রাজ্যপালকে আক্রমণ করে বলেন, ‘রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে। মেয়েটি দেখতে সুন্দর। কাজকর্ম করে। তাঁর লোভ লেগে গিয়েছে। তাঁর অফিসে কাজকর্ম করে। হাত ধরে টেনেছে। … এসব নরেন্দ্র মোদি দেখতে পাচ্ছেন না? অমিত শাহরা দেখতে পাচ্ছে না। রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান। তার পর সন্দেশখালি নিয়ে বলবেন।’

এই বক্তব্যের পর তিনি মঞ্চ থেকে নেমে এসে সাফাই দেন। অখিল গিরি বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার কথাই বলেছি। আর কিছু নয়।’

আরও পড়ুন। টাকা নিয়ে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ, টাকা ফেরত চাইলে হুমকি দিচ্ছেন TMC নেতা!

নিন্দা বিরোধীদের

মন্ত্রীর এই ধরনের মন্তব্যের নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। জেলা সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা সংবাদমাধ্যকে বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তাই এ ধরনের মন্তব্য করা উচিত নয়। তাঁর বিরুদ্ধে দলের ব্যবস্থা নেওয়া উচিত।’ অন্যদিকে বিজেপি নেতা তুষারকান্তি দাসও রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন,’একজন মন্ত্রীর মুখে এই ধরনের কথা শোভা পায় না। মুখে লাগাম থাকা উচিত।’

আরও পড়ুন। সক্রিয় কত রেশন কার্ড? খাদ্য দফতরে জানতে চেয়েও উত্তর মেলেনি, ফের চিঠি দেবে ইডি

তৃণমূল নেতা শান্তনু সেন অবশ্য মন্ত্রীকে সংযত কথা বলার পরামর্শ দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘যে কোনও মন্ত্রীর শব্দ চয়নে সংযত থাকা উচিত। তবে রাজ্যপাল যেভাবে হেনস্থা করেছেন সেটা ঠিক নয়। সিসিটিভি ফুটেজ দেখানো নিয়েও নাটক করছেন।’

আরও পড়ুন। ‘সিবিআই-কে দিয়ে অত্যাচার’! সুলতান আহমেদের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের