IPL 2024 Rohit Sharma spends time with KKR cricketers rumour ripe over him joining Kolkata Knight Riders see in pics

ইডেন গার্ডেন্স (Eden Gardens) তাঁর কাছে পয়মন্ত মাঠ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ২৬৪ রানের বিশ্বরেকর্ড, আইপিএলে সেঞ্চুরি, রঞ্জি সেঞ্চুরি, ক্রিকেটের নন্দনকানন কখনও তাঁকে খালি হাতে ফেরায়নি। 

সেই ইডেন গার্ডেন্সই কি এবার হতে চলেছে আইপিএলে রোহিতের ঘরের মাঠ? পরের আইপিএলে কি কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে হিটম্যানকে?

সেই ইডেন গার্ডেন্সই কি এবার হতে চলেছে আইপিএলে রোহিতের ঘরের মাঠ? পরের আইপিএলে কি কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে হিটম্যানকে?

নেতৃত্ব কেড়ে নেওয়া, তাঁর পরিবর্তে হার্দিকের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া, পাঁচবার আইপিএল জেতানো অধিনায়ককে ইমপ্যাক্ট প্লেয়ারের পর্যায়ে নামিয়ে আনা... রোহিতকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের একের পর এক পদক্ষেপ ভক্তদের মনে ঝড় তুলেছে।

নেতৃত্ব কেড়ে নেওয়া, তাঁর পরিবর্তে হার্দিকের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া, পাঁচবার আইপিএল জেতানো অধিনায়ককে ইমপ্যাক্ট প্লেয়ারের পর্যায়ে নামিয়ে আনা… রোহিতকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের একের পর এক পদক্ষেপ ভক্তদের মনে ঝড় তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় নিন্দার বন্যা। অনেকেই মনে করছেন, এটাই হয়তো নীতা ও মুকেশ অম্বানির দলে রোহিতের শেষ মরশুম। তিনি কেকেআরে যোগ দিচ্ছেন, এরকম জল্পনাও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিন্দার বন্যা। অনেকেই মনে করছেন, এটাই হয়তো নীতা ও মুকেশ অম্বানির দলে রোহিতের শেষ মরশুম। তিনি কেকেআরে যোগ দিচ্ছেন, এরকম জল্পনাও রয়েছে।

যে জল্পনা আরও উস্কে দিলেন খোদ রোহিতই। শুক্রবার রাতের দিকে তখন মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিস শেষ। দলের সকলে ড্রেসিংরুমে। কেকেআরের প্র্যাক্টিস যদিও চলছে। রোহিত আচমকা ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন। তিলক বর্মাকে সঙ্গে করে। কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার তাঁকে দেখে এগিয়ে গেলেন। করমর্দন হল। তারপর দীর্ঘক্ষণ কথা হল রোহিত-অভিষেকের। তারপর থেকেই জোর চর্চা, কেকেআরে যোগ দেওয়ার ব্যাপারে কি এক কদম বাড়ালেন হিটম্যান?

যে জল্পনা আরও উস্কে দিলেন খোদ রোহিতই। শুক্রবার রাতের দিকে তখন মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিস শেষ। দলের সকলে ড্রেসিংরুমে। কেকেআরের প্র্যাক্টিস যদিও চলছে। রোহিত আচমকা ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন। তিলক বর্মাকে সঙ্গে করে। কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার তাঁকে দেখে এগিয়ে গেলেন। করমর্দন হল। তারপর দীর্ঘক্ষণ কথা হল রোহিত-অভিষেকের। তারপর থেকেই জোর চর্চা, কেকেআরে যোগ দেওয়ার ব্যাপারে কি এক কদম বাড়ালেন হিটম্যান?

কেকেআরের তরফে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কিন্তু জল্পনার জল গড়াতেই, আচমকা, বেনজিরভাবে রোহিত-অভিষেকের কথোপকথনের সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়। তাহলে কি আপাতত বিতর্ক বাড়াতে চাইছে না কোনও পক্ষই? নাকি রোহিতকে নিয়ে কৌশল গোপন রাখতে চায় শাহরুখ খান-জুহি চাওলার দল?

কেকেআরের তরফে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কিন্তু জল্পনার জল গড়াতেই, আচমকা, বেনজিরভাবে রোহিত-অভিষেকের কথোপকথনের সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়। তাহলে কি আপাতত বিতর্ক বাড়াতে চাইছে না কোনও পক্ষই? নাকি রোহিতকে নিয়ে কৌশল গোপন রাখতে চায় শাহরুখ খান-জুহি চাওলার দল?

যদিও এখানেই শেষ নয়। শনিবার ম্যাচের আগেও এমন কিছু দৃশ্য দেখা গেল ইডেন গার্ডেন্সে, যা জল্পনা বাড়িয়ে দিতে বাধ্য।

যদিও এখানেই শেষ নয়। শনিবার ম্যাচের আগেও এমন কিছু দৃশ্য দেখা গেল ইডেন গার্ডেন্সে, যা জল্পনা বাড়িয়ে দিতে বাধ্য।

কী সেই দৃশ্য? শনিবার বিকেলে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যার জেরে ম্যাচ সময়ে শুরু করা গেল না। মাঠ ঢাকা রইল কভারে।

কী সেই দৃশ্য? শনিবার বিকেলে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যার জেরে ম্যাচ সময়ে শুরু করা গেল না। মাঠ ঢাকা রইল কভারে।

রোহিতকে দেখা গেল কলকাতা নাইট রাইডার্স ড্রেসিংরুমের সামনে ব্যালকনিতে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছেন নাইট ক্রিকেটারদের সঙ্গে। বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে বোলিং কোচ ভরত অরুণ, কে এস ভরত, কে নেই সেই আড্ডায়?

রোহিতকে দেখা গেল কলকাতা নাইট রাইডার্স ড্রেসিংরুমের সামনে ব্যালকনিতে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছেন নাইট ক্রিকেটারদের সঙ্গে। বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে বোলিং কোচ ভরত অরুণ, কে এস ভরত, কে নেই সেই আড্ডায়?

যা দেখে জল্পনা আরও ডালপালা মেলল। ইডেন গ্যালারি থেকে স্লোগান উঠল, মুম্বই কা রাজা, রোহিত শর্মা...। রোহিতের এই কেকেআর সান্নিধ্যের জন্যই কি না জানা না গেলেও, ব্যাট হাতে যেন আরও ফিকে শ্রেয়স আইয়ার। নাইট নেতা শনিবার যেভাবে লেগস্টাম্প ছেড়ে সরে গিয়ে বোল্ড হলেন, তাতে অন্তত মনে হল, চাপে রয়েছেন শ্রেয়স। সেটা কি রোহিতের আগমন বার্তা পেয়েই? ছবি - পিটিআই

যা দেখে জল্পনা আরও ডালপালা মেলল। ইডেন গ্যালারি থেকে স্লোগান উঠল, মুম্বই কা রাজা, রোহিত শর্মা…। রোহিতের এই কেকেআর সান্নিধ্যের জন্যই কি না জানা না গেলেও, ব্যাট হাতে যেন আরও ফিকে শ্রেয়স আইয়ার। নাইট নেতা শনিবার যেভাবে লেগস্টাম্প ছেড়ে সরে গিয়ে বোল্ড হলেন, তাতে অন্তত মনে হল, চাপে রয়েছেন শ্রেয়স। সেটা কি রোহিতের আগমন বার্তা পেয়েই? ছবি – পিটিআই

Published at : 11 May 2024 10:29 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন