Laughing Benefits: প্রাণ খোলা হাসিই ওষুধ! ভুঁড়ির মেদও ঝরায়? ব্যথা বেদনা থেকে নানান সমস্যায় উপকারি

শুধু মাত্র হেসেই কত রকমের দুঃখ, যন্ত্রণাকে দূরে সরিয়ে রাখা যায়, তার হদিশ আমরা কতজন জানি? হাসি জীবনের নানান দিক থেকে সুস্থতার জন্য কতটা উপকারি দেখে নিন।