Virat Kohli and co engages in singing RCB enjoys five wins in a row IPL 2024 dressing room scenes go viral

বেঙ্গালুরু: একেবারে খাদের কিনারা থেকে প্রত্যাবর্তন। নাগাড়ে ছয় হারে এক সময় প্রথম দল হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) চলতি আইপিএলের (IPL 2024) প্লে-অফ থেকে প্রথম দল হিসাবে ছিটকে যাওয়া প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি আরসিবির ভাগ্যবদল ঘটে। নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে নিয়েছেন বিরাট কোহলিরা। টুর্নামেন্টের সবথেকে ইনফর্ম দলের নাম আরসিবি। রবিবার দিল্লি ক্যাপিটালস ম্যাচশেষে সাজঘরে দুরন্তভাবে জয় উদযাপন করলেন কোহলি, ডু প্লেসিরা।

রবিবাসরীয় সন্ধেতে চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারায় আরসিবি। এটি আরসিবি নাগাড়ে পঞ্চম জয়। এই জয়ের সুবাদেই লিগ তালিকায় পাঁচে উঠে এল আরসিবি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিএসকেকে ভাল ব্যবধানে হারালে কিন্তু আরসিবি প্লে-অফে পৌঁছে যেতেই পারে। এই দুরন্ত জয়ের পর গান গেয়ে, টেবিল বাজিয়ে আরসিবির তারকারা আনন্দে ভাসলেন। আরসিবির তরফে সাজঘরে জয় উদযাপনের গোটা ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

 

ক্যামেরন গ্রিন, রজত পাতিদারদের সেই ভিডিও সাজঘরের দুরন্ত পরিবেশ দারুণভাবে উপভোগ করতে দেখা যায়। তবে এই জয়ের পরেও আরসিবির প্লে-অফে পৌঁছনোর অঙ্ক খুব সোজা নয়। চেন্নাইকে নিজেদের শেষ ম্য়াচে আরসিবিকে হারালেই হবে না শুধু। নেট রান রেটও একটা বড় ইস্যু বিরাটদের জন্য। প্রথমে ব্যাট করতে নামলে ১৮ রানের ব্যবধানে জিততে হবে তাঁদের। আর যদিও ১৮০ রানের মত তাড়া করতে নামে তবে ১৮.১ ওভারে জয় ছিনিয়ে নিতে হবে বিরাটদের। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ শেষ দুটো ম্য়াচে গুজরাত ও পাঞ্জাবের বিরুদ্ধ খেলতে নামবে। সেক্ষেত্রে তারা যদি দুটোই জেতে তবে ১৬ পয়েন্টে শেষ করবে। তাঁরা সেক্ষেত্রে প্লে অফ নিশ্চিত করে ফেলবে। লখনউ তাদের শেষ ২ ম্য়াচে খেলবে যথাক্রমে দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে তাদেরও ১৬ পয়েন্ট হবে দুটো ম্য়াচই জিতলে। দিল্লির আর একটি ম্য়াচ বাকি। সেক্ষেত্রে লখনউ ম্য়াচ তারা জিতলেও নেট রান রেটে তারা বাকিদের থেকে পিছিয়ে অনেকটাই। তাঁরা আরসিবি ম্য়াচ হারার সঙ্গে সঙ্গে প্লে অফের দৌড়ে সবচেয়ে পিছিয়ে গিয়েছে। অন্য়দিকে সানরাইজার্স ও লখনউয়ের সম্ভাবনা রয়েছে ভীষণভাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘চেন্নাইয়ের ঈশ্বর ওঁ’, অদূর ভবিষ্যতে ধোনির নামে তৈরি হবে মন্দির, দাবি রায়াডুর

আরও দেখুন