জাহাজ-ভেসেল থেকে গঙ্গা দূষণ রুখতে আনা হবে বিশেষ যান, পদক্ষেপ মমতা সরকারের

গঙ্গাদূষণ রোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। তা সত্ত্বেও গঙ্গার দূষণ রোধ করা যাচ্ছে না। বিশেষ করে জাহাজ এবং ভেসেলগুলি থেকে প্রচুর পরিমাণে বর্জ্য গঙ্গায় মিশছে। এমন অবস্থায় এই সমস্ত জাহাজ এবং ভেসেল থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য বিশেষ পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর। এই সমস্ত বর্জ্য সংগ্রহের জন্য একটি বিশেষ যান আনা হবে। সেই যান জাহাজ এবং ভেসেল থেকে বর্জ্য সংগ্রহ করবে। তারপরে সংগ্রহ করা বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া হবে। তাতে কিছুটা হলেও দূষণ কমবে। এর পাশাপাশি পুজোয় বেসরকারিভাবে গঙ্গায় ভ্রমণ নিয়েও প্রস্তাব পেয়েছে রাজ্য পরিবহণ দফতর।

আরও পড়ুন: গঙ্গা দূষণ রোধে মাস্টার প্ল্যানের পরামর্শদাতা সংস্থা নিয়োগ করবে KMDA

জানা গিয়েছে, সম্প্রতি একটি বৈঠকে হয়েছে। সেই বৈঠকে গঙ্গাদূষণ থেকে শুরু করে বর্জ্য সংগ্রহ, সেগুলি নিষ্কাশন, বিভিন্ন জলযানের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহণ দফতরের সচিবের পাশাপাশি বেসরকারি ভেসেলের মালিকরা। বৈঠকে ঠিক হয়েছে যে পরিবহণ দফতর বর্জ্য সংগ্রহ করে সেগুলি নিষ্পত্তি করবে। তার জন্য তালিকা তৈরি করবে।

অন্যদিকে, এবারের দুর্গাপুজোকে মাথায় রেখে গঙ্গা ভ্রমণের উপর বিশেষ জোর দিতে চাইছেন বেসরকারি ভেসেল মালিকরা। তার জন্য তাঁরা আলাদা প্যাকেজে শুরু করতে চান। 

দক্ষিণেশ্বর-বেলুড়, মায়াপুর-নবদ্বীপ, ফলতা-জিওনখালি রুটে পরিষেবা শুরু করতে চান বলে পরিবহণ দফতরের কাছে প্রস্তাব দিয়েছেন। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে পরিবহণ সচিব এই প্রস্তাবটি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করবেন বলে জানিয়েছেন। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এবার পুজোয় বেসরকারি উদ্যোগে গঙ্গাভ্রমণ হবে।এর পাশাপাশি, নদী কেন্দ্রিক পর্যটন, ট্যুরিজমে কর্মসংস্থান, নতুন রুট তৈরি করা, ভুটভুটির নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।  

প্রসঙ্গত, হাওড়া মেট্রো চালু হতেই জলপথে পরিবহণ ধাক্কা খেয়েছে। নদীপথে অনেকটাই কমেছে যাত্রী সংখ্যা। এই অবস্থায় বিকল্প রুট শুরু করতে চাইছে পরিবহণ দফতর। ইতিমধ্যেই নদী পরিবহণকে আকর্ষণীয় করে তুলতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে গঙ্গারতি থেকে শুরু করে রেস্তোরাঁর ব্যবস্থা করা হয়েছে। যা এখন ভালোই চলছে।