Abhijit Ganguly: গাঙ্গুলির মামলা গেল বিচারপতি ঘোষের বেঞ্চে, বড় আর্জি অভিজিতের

কিছুদিন আগেও তিনি ছিলেন বিচারপতি। আর বর্তমানে তিনিই তমলুকের বিজেপির প্রার্থী। তার বিরুদ্ধেই এফআইআর হয়েছে। আর সেই এফআইআর খারিজের জন্য মামলা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে করা সেই মামলা থেকে মঙ্গলবার সরে যান বিচারপতি জয় সেনগুপ্ত। এরপর সেই মামলা যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। এরপর তিনি সেই মামলা পাঠিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। 

তবে এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি। কেন এই এফআইআর হয়েছিল?|আসলে সম্প্রতি মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন তিনি। সেখানে অভিজিতের মিছিল পৌঁছনর পরেই চাকরিহারাদের মঞ্চ থেকে স্লোগান ও পালটা স্লোগান শুুরু হয়। তারপরই অভিজিতের বিরুদ্ধে অভিযোগ ওঠে। 

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা করা হয়েছিল। এদিকে সেই এফআইআরের জন্য তাঁর প্রচারে সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন অভিজিৎ। তবে আগেই সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। কারণ কিছুদিন আগেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ছিলেন তাঁরই সহকর্মী। সেক্ষেত্রে তিনি আর মামলা শুনতে রাজি হননি। 

তবে বিচারপতি থাকার সময়তেও তাঁর নির্দেশকে ঘিরে কার্যত আতঙ্কে থাকত শাসকদল। আর সেই বিচারপতিই বর্তমানে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী। তমলুকে দাপটের সঙ্গে প্রচার চলছে। তার মধ্য়েই একের পর এক তোপ দাগছেন তিনি। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আপনারা খালি বলেন, কী বলবেন। আর আমি যদি বলি কিছু বলব না। তাহলে আপানাদের প্রতিক্রিয়া ঠিক কী হবে! নির্দিষ্ট বিষয়টা বলুন। এরপর সাংবাদিকরা তাঁকে বলেন, দিলীপ ঘোষ বলছেন যে ঝড় এলে পোয়া বারো তৃণমূলের। এনিয়ে কী বলবেন?

অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন, আমি দিলীপ ঘোষ নই। তবে জেনে রাখুন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মানুষ। আর সিপিএমকে পার্টি অফিস ফিরিয়ে দেওয়া নিয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের আশ্বাসের ব্যাপারে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, গণতন্ত্রে তো এমনটাই হওয়ার কথা। কেন সিপিএমের পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল সেটা খোঁজ নিয়ে দেখুন। কেন দখল করে রাখবে? তৃণমূল তো এর আগে প্রচন্ড সন্ত্রাস চালিয়েছিল। তৃণমূল দুর্বত্তদের দল, চোর ছ্যাঁচড়ের দল। সেকারণে তারা এসব করেছে। তখন যে পুলিশ ছিল সেটা তারা সঠিকভাবে মোকাবিলা করেনি। এবার তেমন ঘটনা যদি ঘটে তবে কিন্তু আমরা ছোট্ট শব্দবন্ধে বলতে চাই, মজা বুঝিয়ে দেব।