IPL 2024 Jake Fraser McGurk should be in astralia t20 world cup squad, says Sourav Ganguly

নয়াদিল্লি: আইপিএলে ধারাবাহিক পারফর্ম করছেন। তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে তাঁকে দেখা যাবে না। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে ব্রাত্য হওয়ার কারণ খুঁজছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। চোখের সামনে অজি তরুণকে দেখছেন প্রতিদিন। নেটে হোক বা ম্য়াচে বল নাগালে পেলেই তা মাঠের বাইরে পাঠাতে ওস্তাদ এই তরুণ ডানহাতি ওপেনার। চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। আর তার আগেই আইপিএলে অভিষেকেই নজর কেড়ে ফেলেছিলেন জ্যাক ফ্রেসার। কিন্তু তবুও বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পাননি তিনি। তাই কিছুটা অবাক সৌরভ। তিনি মনে করেন যে জ্যাকের অস্ট্রেলিয়ার টি-টােয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া উচিত ছিল। 

অস্ট্রেলিয়া তাঁদের বিশ্বকাপের স্কোয়াডে অনেক তারকা ক্রিকেটারকেই বাদ দিয়েছে। স্টিভ স্মিথ, জেসন বেহরনডর্ফ, ম্য়াট শর্টের মত ক্রিকেটাররা জায়গা পাননি স্কেয়াাডে। ম্য়াকগুর্কও সেই দলে রয়েছেন। কিন্তু বাকিরা কেউই এই মুহূর্তে টি-টোয়েন্ট ক্রিকেট খেলছেন না, কিন্তু ম্য়াকগুর্ক ধারাবাহিকভাবে আইপিএলে খেলছিলেন। এছাড়াও রানও পাচ্ছিলেন তিনি। তবুও তাঁকে নেওয়া হল না স্কোয়াডে। সৌরভ বলছেন, ”জ্যাককে সামনে থেকে দেখছি। পন্টিংয়ের সঙ্গে আলােচনাও করেছে ও। জ্যাকের সবচেয়ে বেশি যা আমার ভাল লেগেছে তা হল ওর প্রবল খিদে ভাল পারফর্ম করার। সবসময় খেলতে চায়। রান বানাতে চায়। আমার মনে হয় অস্ট্রেলিয়া দলে ওর জায়গা পাওয়া উচিত ছিল। কিন্তু এটাও ঠিক যখন একাধিক ভাল পারফর্মার দলে থাকে, ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ প্রথম তিনে খেলবেন। সেক্ষেত্রে দলের বাইরে থাকা ছাড়া কোনও উপায় নেই।” তবে আগামীতে যে এই অজি তরুণ অন্য়তম তারকা হয়ে উঠবেন, সেই আশাও দেখছেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ”ওর এখন বয়স মাত্র ২২। সারাটা কেরিয়ার পড়ে রয়েছে। আমি নিশ্চিত যে আগামী দিনে অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্য়তম সেরা তারকা হয়ে উঠবে ও।”

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের। ২ ম্যাচে ৫১ রান করেছেন। আইপিএলে ৯ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩৩০ রান করেছেন জ্যাক। ২৩৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। 

আরও দেখুন