IPL 2024 RR vs PBKS LIVE Score Updates Match 65 Rajasthan Royals vs Punjab Kings Score Today Match Ball By Ball Highlights at Guwahati

গুয়াহাটি: আইপিএলে (IPL) আজ রাজস্থান রয়্যালস তাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (RR vs PBKS) বিরুদ্ধে খেলতে নামবে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে লিগ পর্যায়ে নিজেদের ১৩ তম ম্য়াচে খেলতে নামছে সঞ্জু স্যামসনের দল। গতকাল প্লে অফ পাকা হয়ে গিয়েছে রাজস্থানের। কিন্তু শেষ তিন ম্য়াচে টানা হারতে হয়েছে। যা কিছুটা মানসিকভাবে চাপে রেখেছে রয়্যালসদের। আজ যদিও উল্টোদিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পাঞ্জাব শিবিরে তারকা ক্রিকেটারের অভাব নেই। কিন্তু চলতি মরশুমে তাঁদের পারফরম্য়ান্স একেবারেই আশানুরুপ ছিল না। ১২ ম্য়াচ খেলে মাত্র ৮ পয়েন্ট তারা ঝুলিতে পুরতে পেরেছেন এখনও পর্যন্ত। আজ রাজস্থান ও শেষ ম্য়াচে হায়দরাবাদ প্রতিপক্ষ। দুটো ম্য়াচ পরপর জিতে অন্তত ১২ পয়েন্টে টুর্নামেন্ট শেষ করতে মরিয়া প্রীতি জিন্টার ফ্র্য়াঞ্চাইজি। 

টুর্নামেন্টের ইতিহাসে পাঞ্জাব ও রাজস্থান শিবির এর আগে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল আইপিএলে। তার মধ্যে ১১ বার পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছে। ১৬ বার জয় পেয়েছে রাজস্থান রয়্যালস শিবির। তবে রাজস্থান রয়্যালস আজকের ম্য়াচে পাবে না জস বাটলারকে। তিনি দেশে ফিরে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দিতে। আবার শিমরন হেটমায়ারের আগের ২ ম্য়াচে চোট পেয়ে ছিটকে যাওয়াটাও কিছুটা চিন্তার। বাটলার না থাকলে প্লে অফে হেটমায়ারকে বড় ভূমিকা নিতে হবে রাজস্থানের ব্য়াটিং লাইন আপকে ভরসা জোগানোর জন্য। কারণ হার্ড হিটার বলতে রিয়ান পরাগ ও অধিনায়ক সঞ্জু স্যামসনই শুধু রয়েছেন। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য় ভরসা জুগিয়েছে প্রতি ম্য়াচেই। 

রাজস্থান শিবিরে আজকের ম্যাচে অভিষেক হতে পারে তরুণ ইংরেজ ক্রিকেটার টম কোহলার ক্যাডমোরের। তিনি ওপেনিংয়ে নামতে পারেন যশস্বীর সঙ্গে। আবার ফর্মে থাকা ধ্রুব জুড়েলকেও টপ অর্ডারে তুলে নিয়ে আসা হতে পারে। পিচের পরিস্থিতি বুঝে নান্দ্রে বার্গারকে খেলানোর কথা ভাববে হয়ত টিম ম্য়ানেজমেন্ট। পাঞ্জাবের অর্শদীপ, হর্ষল, রাবাডা সবাই ফর্মে। ফলে একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর কথা ভেবে রভমন পাওয়েলকেও খেলাতে পারে টিম ম্য়ানেজমেন্ট।

আরও পড়ুন: পন্থদের দলের এক্স ফ্যাক্টর, আড়ালেই রয়ে গেলেন চন্দননগরের বছর একুশের রোগা পাতলা ছেলে