IPL 2024 Sarat Samity win the NCC U19 Junior ODI tournament Abhishek Dalmiya present in prize distribution

কলকাতা: আইপিএল (IPL 2024) চূড়ান্ত লগ্নে। প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালস (RR)। বাকি দুটি জায়গার জন্য লড়াই পাঁচ দলের। কেকেআর ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ খেলে ফেলেছে। ১১ মে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচই ছিল ইডেন গার্ডেন্সে শ্রেয়স আইয়ারদের শেষ ম্যাচ। এরপর নাইটরা গ্রুপ পর্বের বাকি ম্যাচ ও প্লে অফ খেলবে বাইরের মাঠে।

তবে শহরে ক্রিকেট উন্মাদনার ঘাটতি নেই। আইপিএলের আবহেই আয়োজিত হয়েছিল এনসিসি অনূর্ধ্ব ১৯ জুনিয়র ওয়ান ডে টুর্নামেন্ট। বুধবার ফাইনালে আরএমএস ঝাড়গ্রামকে ৯১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল শরৎ সমিতি। ৭৫ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে ফাইনালের সেরা হয়েছেন মিতুল শাহ।

মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে তীব্র গরমের মধ্যেও দারুণ ক্রিকেট উপহার দেয় শরৎ সমিতি। প্রথমে ব্যাট করে তারা তোলে ২০৬/৯। শুরুতে অবশ্য ধাক্কা খেতে হয়েছিল তাদের। রাজ পাণ্ডার বলে অধিনায়ক লগন কপূর কোনও রান না করে বোল্ড হয়ে যান। দ্রুত ফিরে যান অয়ন সাহা, অভিজিৎ কুমার মাহাতো ও আয়ূশ গুপ্ত। গোদের ওপর বিষফোঁড়ার মতো, রান আউট হয়ে যান জোহিন দাস। কোনও রান করার আগেই। ৪৫/৫ হয়ে যায় দল। সেই সময় একশোও দুর্গম দেখাতে শুরু করেছিল। 

তখনই মিতুলের পাল্টা লড়াই শুরু। ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে সিঙ্গল নিতে শুরু করেন তিনি। তাঁকে সঙ্গত করেন শুভদীপ দাস। পরে ব্যাট হাতে রুখে দাঁড়ান অক্ষয় নস্কর। ২০০ পেরিয়ে যায় শরৎ সমিতির স্কোর। শুভদীপ ২৫ ও অক্ষয় ৩৭ রান করেন। ৭৪ করে রান আউট হন মিতুল।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ১১৫/৯ স্কোরে আটকে যায় ঝাড়গ্রাম। অভিজিৎ কুমার মাহাতো তিন উইকেট নেন। ৯১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে শরৎ সমিতি। আরএমএস ঝাড়গ্রামের সান্ত্বনা বলতে, ২১৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন বিভাস গোপ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য তথা প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।           

আরও পড়ুন: আচমকা সংক্রমণ, IPL-এর মাঝেই দেশে ফিরতে হল রাবাডাকে, কী এই সেলুলাইটিস? কতটা ভয়ের?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন