National Dengue Day 2024 Why India’s Dengue Burden Rising In Bengali

National Dengue Day 2024 India Dengue Burden: গরমের সঙ্গে ডেঙ্গির ছোবল বাড়তে শুরু করে। আর এই রোগে এখনও দেশের নানা প্রান্তে মানুষের মৃত্যু হয়। মৃত্যু হয় যথাযথ চিকিৎসা না পেয়েই। আগামী ১৬ মে জাতীয় ডেঙ্গি দিবস‌।  একটি সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই ডেঙ্গি প্রতিরোধ করা জরুরি। এমনই এক ভাবনা  নিয়ে পালিত হচ্ছে জাতীয় ডেঙ্গি দিবস। কিন্তু ডেঙ্গি কীভাবে ছড়ায়, কেনই বা ভারতে এর বাড়বাড়ন্ত, সারা বিশ্বে এই রোগটির চেহারা ঠিক কেমন ? জেনে নেওয়া যাক।

বিশ্বব্যাপী ডেঙ্গি

এডিস মশার একটা কামড় থেকেই ছড়ায় ডেঙ্গি রোগ। শুধু ভারত নয়, ডেঙ্গির ছোবলে গোটা বিশ্ব আক্রান্ত। ২০২৪ সালেও বিশ্বের ১০০টির বেশি দেশে ডেঙ্গিতে আক্রান্ত হন মানুষেরা। তাই ডেঙ্গি নিয়ে আন্তর্জাতিক স্তরেও রয়েছে সতর্কতা। 

কেন ভারতে ডেঙ্গির এত প্রভাব 

চিকিৎসকের কথায়, ডেঙ্গি রোগের ভেক্টর হল এডিস মশা।‌ এই মশা কিছুটা উষ্ট ও আর্দ্র এলাকায় জন্ম নেয়‌। ভারতে এমন স্থানগুলির কোনও অভাব নেই। আর সেই কারণেই ডেঙ্গির এত বাড়বাড়ন্ত।

ডেঙ্গির বাড়বাড়ন্তের আরও কারণ 

আরো বেশ কিছু কারণে ডেঙ্গি রোগের বাড়বাড়ন্ত ভারতে।

  • ধীরে ধীরে পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে বাড়ছে ভারতেরও। যা ডেঙ্গি সংক্রমণের অন্যতম কারণ।  
  • জলবায়ু পরিবর্তনের প্রভাব ফেলছে ডেঙ্গি সংক্রমণের উপরে।
  • কিছু ক্ষেত্রে ডেঙ্গুর জন্য পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা অভাব রয়েছে যার জেরে রোগটিকে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাবু করা যায়নি।

ডেঙ্গি সংক্রমণ দ্রুত হারে ছড়ায় কেন ?

ফরিদাবাদের অমৃতা হাসপাতালের সংক্রামক রোগের চিকিৎসক রোহিত কুমার গর্গ সংবাদমাধ্যম আইএনএএস-কে বলেন, ভারতে দ্রুত শহর নির্মাণ হচ্ছে। এর ফলে শহরাঞ্চলের জনবসতিও বাড়ছে। যা ব্যাপক হারে ডেঙ্গি ভাইরাস সংক্রমণের অন্যতম কারণ। এছাড়া, হঠাৎ কোন অঞ্চলে কোনো ভাইরাস ছড়িয়ে পড়লে তা কাবু করতে পারার মতো পরিকাঠামো অভাব রয়েছে স্বাস্থ্যব্যবস্থায়। এর জেরেই ডেঙ্গিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক দিব্যা গোপাল সংবাদমাধ্যমকে বলেন, ডেঙ্গি সংক্রমণের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ অনিয়মিত বৃষ্টিপাত। এছাড়াও যেখানে সেখানে নির্মাণ কাজ চলছে। যার থেকে ডেঙ্গি ছড়াচ্ছে। অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার কারণেও ডেঙ্গি ছড়িয়ে পড়ছে। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন –  Idiot Syndrome: ‘ইডিয়ট’ সিনড্রোমের শিকার আপনি ? কী এমন রোগ ! বুঝবেন কী করে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন