Security Guard In Sachin Tendulkar’s VVIP Security Shoots Self In Neck according to Report

মুম্বই: আইপিএলের (IPL) মাঝেই এক দুঃসংবাদে ঝড় উঠল ক্রিকেটমহলে। কিংবদন্তি ক্রিকেটার তথা মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষীর রহস্যমৃত্যু হয়েছে। 

স্টের রিজার্ভ পুলিশ ফোর্সের (SRPF) এক জওয়ান নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের গলায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি সূত্রের। সচিনের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই রক্ষীর নাম প্রকাশ কাপড়ে। বয়স হয়েছিল ৩৯ বছর। জানা গিয়েছে, ছুটি নিয়ে নিজের জন্মভিটে জামনার টাউনে গিয়েছিলেন প্রকাশ। সেখানেই তাঁর রহস্যজনক মৃত্যু হয়। তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আছেন এক ভাইও।

জামনার থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। নিজের বাড়িতেই তাঁর দেহ পাওয়া যায়। তবে প্রকাশ আত্মহত্যা করেছেন কি না, বা কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয়। শিন্ডে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে ব্যক্তিগত কারণে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশ। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।’                              

 

প্রকাশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা হিসাবে প্রকাশের মৃত্যুকে নথিবদ্ধ করেছে জামনার পুলিশ। প্রকাশের পরিবারের সদস্য, পরিচিত ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, এসআরপিএফ স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। যেহেতু ওই জওয়ান সচিনের মতো ভিভিআইপি সেলিব্রিটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 

 

আরও পড়ুন: বিরাটদের প্লে অফে পৌঁছনোর পথে বাধ সাধতে পারে বৃষ্টি, ভেস্তে যেতে পারে আরসিবি-সিএসকে ম্যাচ!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন