ইংলিশ লিগ থেকে ভিএআর বাতিলের জন্য ভোটাভুটি?

ভিএআর নিয়ে সমালোচনা কম নয়। প্রযুক্তি নির্ভর হওয়ার পরেও বিতর্কিত হয়ে পড়েছে এই রিভিউ সিস্টেম। ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে এই রিভিউ সিস্টেম বাতিল হয়ে যেতে পারে! 

এই পদ্ধতি বাতিল করার জন্য এরই মধ্যে প্রিমিয়ার লিগের কাছে প্রস্তাব এনেছে উলভস। এখন আগামী মাসে বার্ষিক সভায় ভোটাভুটির ওপর নির্ভর করছে এই পদ্ধতি শেষ পর্যন্ত লিগে টিকবে কিনা। ২০ দলের এই ভোট অনুষ্ঠিত হবে ৬ জুন। 

উলভস তাদের প্রস্তাবে বলেছে, এই ভিএআর প্রিমিয়ার লিগের মানকে নিচে নামিয়ে দিচ্ছে। কারণ এই মৌসুমও বিতর্কিত সব সিদ্ধান্ত এসেছে এই রিভিউ সিস্টেমে। এখন রিভিউ পদ্ধতি বাতিল করতে প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের মধ্যে ১৪টি ভোট প্রয়োজন। জানা গেছে, সভার আগে বাকি ক্লাবগুলোর সমর্থন আদায়ের চেষ্টা চালাবে উলভস। 

প্রিমিয়ার লিগে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি তথা ভিএআর সিস্টেম চালু হয় ২০১৯ সালে। যার মূল লক্ষ্যই ছিল নির্ভুল ও নিখুঁত সিদ্ধান্ত দিতে রেফারিকে সহায়তা করা। কিন্তু এই মৌসুমে বেশ কিছু বিতর্কিত ঘটনায় প্রযুক্তিটি নিয়ে বিপদে পড়েছে কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগের কোচ থেকে শুরু করে ভক্তরাও এর বিরুদ্ধে কথা বলছেন।

বুধবার ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর ভিএআর নিয়ে কথা বলেছেন চেলসি কোচ মউরিসিও পচেত্তিনো। তিনি অবশ্য সিস্টেম বাতিলের পক্ষে নন। বরং প্রযুক্তিটির আরও উন্নয়নের পক্ষে, ‘আগামী মৌসুমে আমরা ভিএরআর’র উন্নতি দেখতে চাইবো। আমার কাছে এটাকে বাতিল বা গ্রহণ নয়; বরং গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে উন্নয়ন ঘটিয়ে এর ব্যবহার নিশ্চিত করা যায়।’ 

বিতর্ক থাকলেও প্রিমিয়ার লিগও মনে করে, রিভিউ সিস্টেমটি এখনও লিগের জন্য মূল্যবান।