গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল: মিসর

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘাতে যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ মে) মানামাতে আরব নেতাদের এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে কাতারের সঙ্গে মধ্যস্থতা করে আসছে মিসর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিসরীয় প্রেসিডেন্ট বলেছেন, রাফাহতে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় অবরোধ জোরদার করতে মিসরের সঙ্গে সীমান্ত ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশকে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা।

রাফাহ ক্রসিং বন্ধের জন্য ইসরায়েল ও মিসর একে অপরকে দায়ী করে আসছে। উপকূলীয় ছিটমহলের গুরুত্বপূর্ণ ত্রাণের পথ হলো এই সীমান্ত ক্রসিং। ইসরায়েলি আগ্রাসনে গাজায় মানবিক সংকট তীব্র হয়েছে এবং কিছু এলাকার মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।

মঙ্গলবার ইসরায়েল বলেছে, রাফাহ ক্রসিং চালু করা ও গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি মিসরের ওপর নির্ভর করছে। এই মন্তব্যের বিরোধিতা করেছে মিসর। দেশটি বলেছে, ত্রাণ আটকে দেওয়ার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্য এটি ইসরায়েলের মরিয়া চেষ্টা।

সিসি বলেছেন, আমরা দেখেছি ইসরায়েল যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর উদ্যোগের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

তিনি আরও বলেছেন, যারা মনে করেন স্বার্থ ও সুরক্ষা সামরিক সমাধানে সম্ভব, তারা ভ্রান্তিতে রয়েছেন।