দেবাশিস সেনের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ, মামলার পর্যবেক্ষণে যা বলল হাইকোর্ট

সরকারি জায়গা দেওয়া নিয়ে স্বজন পোষনের অভিযোগ উঠল নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির (এনকেডিএ) প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেনের বিরুদ্ধে। এই মামলার অভিযোগ শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য করেন, ‘অভিযোগ ২০ শতাংশ সত্যি হলে তা যথেষ্ট গুরুতর।’

মামলাকারীর অভিযোগ, মেলা ও দুর্গাপুজো করার জন্য বিধিভঙ্গ করে স্ত্রীকে সরকারি মেলা গ্রাউন্ড পাইয়ে দিয়েছেন দেবাশিস সেন। জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে তার ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি।

যা বললেন প্রধান বিচারপতি

অভিযোগ শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘মামলাকারী যা অভিযোগ করছেন তার ২০ শতাংশ যদি সত্যি হয় তবে তা যথেষ্ট গুরুতর। কী ভাবে তিনি তিন লক্ষ টাকার সরকারি জমি ৩০ হাজার টাকায় ব্যবহারের জন্য দিলেন? এর ব্যাখ্যা আদালতকে তাঁকে দিতে হবে।’

আরও পড়ুন। ‘সিবিআইয়ের কাছে যান’, সন্দেশখালি নিয়ে টিবরেওয়ালের জরুরি শুনানির আর্জি খারিজ করল হাইকোর্ট

প্রধান বিচারপতি আরও বলেন, ‘এনকেডিএ- র প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্যি হয়, অন্যের আবেদন করা সত্ত্বেও যদি নিজের স্ত্রীকে ওই জমি দিয়ে থাকেন তাহলে তা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট। কী ভাবে তিনি তা করতে পারেন?’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘পাবলিক ল্যান্ড’ নিয়ে যদি এই ধরনের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেক্ষেত্রে তার বিচার করতে হবে। কিন্তু, যেহেতু প্রাক্তন চেয়ারম্যানকে এই মামলায় যুক্ত করা হয়নি, সেই জন্য তাঁকে এবং তাঁর স্ত্রীকে মামলায় যুক্ত করা উচিত।’

বর্তমানে এনকেডিএ-এর চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি দায়িত্ব নেন। তাঁর আগে দীর্ঘদিন ধরে ওই পদে ছিলেন দেবাশিস সেন।

আরও পড়ুন। মুম্বই কাণ্ডের জের, শহরের সব হোর্ডিং-এর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ কলকাতা পুরসভার

এনকেডিএ-কে নির্দেশ

মামলায় প্রধান বিচারপতির নির্দেশ দেন, আপাতত এই মামলায় আবেদনকারী দুর্গাপুজো ও মেলার জন্য যে সমস্ত আবেদন করেছেন, তার অনুমতি দিতে হবে এনকেডিএ-কে। যদি জনস্বার্থ মামলা আসে, তবে সেই মামলায় অন্যান্য বিষয়গুলি বিবেচনা করা হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন। নতুন করে পুলিশি পদক্ষেপে না, হাইকোর্টে স্বস্তি পেলেন সন্দেশখালির জেলবন্দি পিয়ালি