শির সঙ্গে বৈঠেক করতে চীন সফরে পুতিন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চীন সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৬ মে) ভোরে বেইজিংয়ে পৌঁছেছেন তিনি। পুতিনের এই সফর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী দুটি ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কয়েক হাজার সৈন্য পাঠানোর কয়েকদিন আগে বেইজিং সফরে গিয়েছিলেন পুতিন। এসময় চীন ও রাশিয়া ‘সীমাহীন’ অংশীদারিত্বের ঘোষণা করেছিল। ইউক্রেনের রাশিয়ার এই অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্মক স্থল যুদ্ধের সূত্রপাত করে।

নতুন মেয়াদে পুতিনের প্রথম বিদেশি সফর

নতুন মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের জন্য চীনকে বাছাই করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বিশ্বকে তার অগ্রাধিকার এবং শির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কতটা শক্তিশালী সে বার্তাই যেন দিচ্ছে। ৬ বছরের নতুন মেয়াদের ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন।

চীনের সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শির প্রশংসা করেছেন পুতিন। এসময় জাতীয় স্বার্থ এবং গভীর পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে একটি ‘কৌশলগত অংশীদারিত্ব’ গড়ে তুলতে শির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

পুতিন বলেন, ‘আমাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অভূতপূর্ব একটি উচ্চ স্তর ছিল, যেটি আমাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদেশ সফরের জন্য প্রথম রাষ্ট্র হিসেবে চীনকে বেছে নিতে প্রভাবিত করেছে।’

তিনি আরও বললেন, ‘শিল্প ও উচ্চ প্রযুক্তি, মহাকাশ ও শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস এবং অন্যান্য উদ্ভাবনী খাতে আমরা একে অপরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার চেষ্টা করব।’

অনানুষ্ঠানিক আলোচনা

দুই দিনের এই সফরে বৃহস্পতিবার চা ও নৈশভোজেরর সময় উভয় পক্ষের নেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হওয়া কথা রয়েছে।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, এসময় ইউক্রেন, এশিয়া, জ্বালানি ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে। এই আলোচনায় পুতিনের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং উশাকভসজসহ আরও অনেকে অংশ নেবেন।