Anita Goyal Dies: প্রয়াত জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের স্ত্রী,ভুগছিলেন মারণ ক্যান্সারে

জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের স্ত্রী অনিতা গোয়েল বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

নিহতের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হচ্ছে। নরেশ গোয়েল এই মুহূর্তে মুম্বইয়ের বাড়িতেই রয়েছেন।

অনিতার স্বামী এবং দুই সন্তান নম্রতা ও নিভান রয়েছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে। চিকিৎসা ও মেডিকেল রিপোর্টে তৃতীয় পর্যায়ের ক্যান্সারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। গত কয়েক মাস ধরে অনিতার স্বাস্থ্যের অবনতি ঘটে।

আর্থিক তছরুপের মামলায় বম্বে হাইকোর্ট এই দম্পতিকে চিকিৎসার কারণে দু’মাসের অন্তর্বর্তী জামিন দেওয়ার কয়েক সপ্তাহ পরেই অনিতার মৃত্যু হয়।

৭৫ বছর বয়সী নরেশ চিকিৎসা ও মানবিক কারণে অন্তর্বর্তী জামিন চেয়েছেন, কারণ তিনিও ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।

শুনানি চলাকালীন গোয়েলের আইনজীবী প্রবীণ আইনজীবী হরিশ সালভে মানবিক কারণে জামিনের আবেদন করেছিলেন। তিনি গোয়েলের শারীরিক ও মানসিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন, আর একটি বড় কারণ হল তাঁর স্ত্রীও অসুস্থ ছিলেন। সালভে বলেছিলেন যে গোয়েল তার স্ত্রীর অসুস্থতার সময় তাঁর পাশে থাকতে চেয়েছিলেন। গোয়েল আরও অস্ত্রোপচারের পরিবর্তে কেমোথেরাপি বেছে নিয়েছিলেন যাতে তিনি তার সঙ্গে থাকতে পারেন।

ইডি সূত্রে খবর, দৈনন্দিন খরচ মেটাতে ১০টি ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়েছিল জেট এয়ারওয়েজ। কিন্তু এই ব্যাঙ্কগুলির কাছে এখনও ৬ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। ইডি জানিয়েছে, ‘বিমান সংস্থাগুলির একটি ফরেনসিক অডিট করা হয়েছিল, যেখানে দেখা গেছে যে পরামর্শদাতা এবং পেশাদার ফির আড়ালে প্রায় ১,১৫২ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং ২,৫৪৭.৮৩ কোটি টাকা জেট লাইট লিমিটেড নামে একটি সহযোগী সংস্থাকে ঋণ পরিশোধের জন্য সরিয়ে দেওয়া হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ইডির হাতে গ্রেপ্তার হওয়া পীযূষ গোয়েলের বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং কানাড়া ব্যাঙ্কের জেট এয়ারওয়েজকে দেওয়া ৫৩৮.৬২ কোটি টাকার ঋণ তছরুপের অভিযোগ রয়েছে।