Bangla Jokes Collection: একটু হাসুন, হাসলে দিন ভালো কাটে! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে

১। জাহাজে চাকরির জন্য আবেদন করেছেন এক ব্যক্তি। ইন্টারভিউয়ের ডাক এল। 

বস: আপনি সাঁতার জানেন?

চাকরিপ্রার্থী: আজ্ঞে না।

বস: জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন, আর সাঁতার জানেন না?

চাকরিপ্রার্থী: কিছু মনে করবেন না স্যার। উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে?

(আরও পড়ুন: বৃষ্টি পড়ে গরম কমেছে, মনও এবার আর একটু ফুরফুরে হোক! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। মন্টিকে ধমক দিয়ে বললেন শিক্ষক, ‘এই! ক্লাসে ঘুমোচ্ছ কেন?’

মন্টি: স্যার, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে যায়!

শিক্ষক: তো বাকিরা কেউ ঘুমাচ্ছে না কেন?

মন্টি: কারণ, ওরা আপনার কথা শুনছে না!

(আরও পড়ুন: ছুটির দিন নাকি? তাহলে তো একটা মজারও দিন বটে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। ফুলের দোকানের মালিককে জিজ্ঞেস করা হলো: আপনার চেহারা এমন মলিন কেন?

মালিক: আর বলবেন না, সারা বছর প্রতি দিন যে যুবক আমার এখান থেকে ফুল কিনত, কাল তার বিয়ে!

ক্রেতা: তাতে আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা!

মালিক: আপনি তার কী বুঝবেন? আমি যে একজন নিয়মিত ক্রেতা হারালাম!

(আরও পড়ুন: বিরক্তিকে দেখান কাঁচকলা! হাসুন একদম মন খুলে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৪। সজল, বাবু, রবি আর গাবলু—চার বন্ধু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় তারা আটক হলো বনের আদিবাসীদের হাতে। চার বন্দিকে নিয়ে যাওয়া হল সর্দারের কাছে। সর্দার আবার কৌতুক ভালোবাসতেন। তিনি ঘোষণা করলেন, ‘চারজনকেই একটা করে কৌতুক শোনাতে হবে। কৌতুক শুনে যদি সবাই হাসে, তাহলে মুক্তি মিলবে। আর মাত্র একজন যদি না হাসে, তাহলেও গর্দান যাবে।’

প্রথমে সজল শুরু করল। ‘এক দেশে…’। কৌতুক শেষে সবাই হো হো করে হেসে উঠল, একমাত্র গাবলু ছাড়া। যেহেতু একজন হাসেনি, শর্ত মোতাবেক সজলের শিরশ্ছেদ করা হল। এরপর কৌতুক বলল বাবু। সবাই হেসে উঠল, কিন্তু গাবলু হাসল না। সে তখন ভ্রু কুঁচকে কী যেন ভাবনায় মগ্ন। বাবুরও গর্দান গেল।

এবার রবির পালা। রবি মাত্র শুরু করতে যাবে, এমন সময় গাবলু হো হো করে হাসতে শুরু করল।

সর্দার: কী হল, তুমি হাসছ কেন? ও তো এখনও কৌতুক শুরুই করেনি।

গাবলু: হা হা হা…সজলের কৌতুকটা কী মজারই না ছিল!

(আরও পড়ুন: একঘেয়েমিকে বলুন বাই বাই! মনখুলে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)

৫। শিক্ষক ক্লাসের সবাইকে একটি ক্রিকেট ম্যাচের উপর রচনা লিখতে বললেন। পলটু ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল।

আর পলটু লিখল, ‘বৃষ্টির কারণে কোনও ক্রিকেট ম্যাচ হয়নি!’