Human-Tiger conflict: মহারাষ্ট্রের চন্দ্রপুরে ফের বাঘে খেল মানুষ,চলতি বছরে নবম ঘটনা

মাঠ থেকে এক কৃষককে টেনে নিয়ে গেল বাঘ। তারপরে খেয়ে ফেলল কৃষককে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার চিমুর তালুকের খানগাঁও গ্রামে। গত কয়েকদিনের মধ্যে পরপর দুটি এই ধরনের ঘটনা ঘটল এই জেলায়। আর চলতি বছরে চন্দ্রপুরে এই ধরনের ৯ টি ঘটনা ঘটল। মৃত কৃষকের নাম অঙ্কুশ খবরাগড়ে। এমন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: বাঘের হানায় মৃত্যুর পর কেটেছে তিন বছর, ২ মৎসজীবীর পরিবারকে টাকা দিতে বলল HC

কী ঘটেছিল?

জানা গিয়েছে, ফসলের দেখভালের জন্য প্রতিদিন রাতে মাঠেই একটি ছোট্ট কুঁড়েঘরে শুয়ে থাকতেন অঙ্কুশ। এরপর মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তিনি বাইরে বেরিয়ে ছিলেন। সেই সময় আচমকা একটি বাঘ এসে তার উপর হামলা চালায় এবং তাকে তুলে নিয়ে যায়। এদিকে, দাদা বাড়ি না ফেরায় মাঠে যান অঙ্কুশের ভাই। সেখানে না পেয়ে অঙ্কুশকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। অবশেষে জঙ্গলের পাশ থেকে তার দেহের অর্ধাংশ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক এবং উত্তেজনা ছড়ায়। সরকার এবং বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।

এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন চিমুরের রেঞ্জ ফরেস্ট অফিসার কিশোর দেউরকার। তিনি উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করেন। রেঞ্জ অফিসার জানান, এই এলাকায় বাঘের উপস্থিতি নিয়ে আগে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছিল। তাদের সতর্ক থাকতে বলা হয়েছিল। ঘটনায় মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাঘের সন্ধানে ওই এলাকায় ৮টি ক্যামেরা বসানো হয়েছে। নিয়মত সেখানে টহল দিয়ে বেড়াচ্ছেন ২৫ জনেরও বেশি বন কর্মী। তা সত্ত্বেও কেন এ ধরনের ঘটনা ঘটল? তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

লোকালয়ে যেভাবে ক্রমাগত বাঘের হামলা বাড়ছে সে বিষয়টি লোকসভা নির্বাচনে বিরোধীরা ইস্যু করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘটনায় চন্দ্রপুরের বিধায়ক জারগেওয়ার বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আগে বন কর্তারা বলতেন যে গ্রামবাসীরা জঙ্গলে প্রবেশ করার ফলে বাঘের হামলা হচ্ছে। কিন্তু, এখন বাঘ লোকালয়ে প্রবেশ করে মানুষের উপর হামলা চালাচ্ছে। আমরা বন্যপ্রাণী রক্ষা করার জন্য সবকিছু করব সেটা ঠিক। তবে মানুষের জীবনের মূল্য আগে।’ তিনি জানান, বিধানসভা অধিবেশনের এই সমস্যার বিষয়টি তুলে ধরবেন। একইসঙ্গে লোকসভায় এনিয়ে প্রচার চালাবেন।