National Dengue Day: কবে পালন করা হয় জাতীয় ডেঙ্গি দিবস? কেনই বা পালন করা হয় এই দিন?

মশা বাহিত যে সমস্ত ভাইরাল সংক্রমণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল, তাদের মধ্যে সবথেকে ভয়ংকর রূপ নিয়েছিল ডেঙ্গি। যদিও একসময় ম্যালেরিয়া ঠিক এমনই ভয়ঙ্কর রূপ নিয়েছিল তবে এখন ম্যালেরিয়ার প্রকোপ আর তেমনভাবে চোখে পড়ে না। তবে গত বেশ কয়েক বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় কয়েকশো মানুষ। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় ১০০ টি দেশে ডেঙ্গির প্রকোপ বর্তমান।

ডেঙ্গির লক্ষণ

মশা বাহিত এই রোগে আক্রান্ত হলে রোগীর জ্বর, মাথাব্যথা, সারা শরীরে ব্যথা, খেতে না পারা, প্লেটলেট কমে যাওয়া এমনকি মুখ দিয়ে রক্ত পর্যন্ত উঠতে পারে। প্লেটলেট যদি উল্লেখযোগ্যভাবে কমে যায় সে ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

( আরো পড়ুন: মাছ, ডিম, মাংস থেকে দূরে থাকেন? শরীরে প্রোটিনের অভাব দূর করতে খান এই খাবারগুলি)

কেন পালন করা হয় ডেঙ্গি দিবস?

ডেঙ্গি হলেই যে মৃত্যু হয় না, এই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই পালন করা হয় ডেঙ্গি দিবস। সঠিক চিকিৎসা এবং বিশ্রামের মাধ্যমে ডেঙ্গির রোগীকে সুস্থ করা যায়, এই কথাটি গ্রাম থেকে শহরের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই পালন করা হয় ডেঙ্গি দিবস।

কবে পালন করা হয় ডেঙ্গি দিবস?

প্রতিবছর ১৬ মে সারা দেশ জুড়ে পালন করা হয় জাতীয় ডেঙ্গি দিবস।

২০২৪ সালে জাতীয় ডেঙ্গি দিবসের থিম

২০২৪ সালে জাতীয় ডেঙ্গি দিবসের থিম হল, ‘ডেঙ্গি প্রতিরোধ: নিরাপদ আগামীকালের জন্য আমাদের দায়িত্ব।’

( আরো পড়ুন: একটু হাসুন, হাসলে দিন ভালো কাটে! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)

ডেঙ্গি দিবসের ইতিহাস

ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ দেখা যায় ব্যাপক আকারে। ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত এবং আদ্রতা। প্রতিবছর সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরেও বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার ঘটনা সামনে উঠে আসে। এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্যই শুরু করা হয়েছিল ডেঙ্গি দিবস।

আপনি কিভাবে পালন করবেন জাতীয় ডেঙ্গি দিবস

জাতীয় ডেঙ্গি দিবস পালন করার জন্য প্রথমে আপনাকে আনুষ্ঠানিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করতে হবে। এই দিনে ডেঙ্গির উপসর্গ এবং লক্ষণ সম্পর্কে জানাতে হবে প্রত্যেক মানুষকে। জমে থাকা জল পরিষ্কার করে মশা প্রতিরোধক স্প্রে করার মাধ্যমে আপনি পালন করতে পারেন জাতীয় ডেঙ্গি দিবস।