Leopard attack in UP: ভোট দিয়ে বাড়ি ফেরার সময় চিতাবাঘের হামলা, আতঙ্ক উত্তর প্রদেশের গ্রামে, আহত ২

সোমবার চতুর্থ দফার ভোট চলাকালীন ভোটারদের উপর চলল হামলা। তবে সেই হামলা কোনও দুষ্কৃতীর নয়, একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে ২ গ্রামবাসীর উপর। এই ঘটনাকে কেন্দ্র করে হৈ চৈ পড়ে যায়। ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখিমপুর খেরির সিংগাহি থানা এলাকার সাহিজনা গ্রামে। চিতাবাঘকে ধরতে জাল পেতেছে বন বিভাগ।

আরও পড়ুন: ফের ডুয়ার্সের চা বাগানে চিতা বাঘের হামলা, গুরুতর আহত চা শ্রমিক

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ টার দিকে। চিতাবাঘটি পাশের একটি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে।  প্রথমে চিতাবাঘটি হামলা চালায় রোশন লাল নামে গ্রামের এক ব্যক্তিকে। তিনি মাঠে কাজ করছিলেন সেই সময় চিতাবাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে তার চিৎকার শুনে সেখানে সাহায্যর জন্য ছুটে যান কনৌজি লাল নামে এক যুবক। তিনি সামান্য আঘাত পেয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। গ্রামবাসীরা সেখানে ছুটে যান। তখন চিতাবাঘটি অন্যত্র পালিয়ে যায়।

এরপর ভোট দিয়ে বাড়ি ফেরার সময় ছাদি রাম নামে আরও এক ব্যক্তির ওপর হামলা চালায় চিতাবাঘ। পরে স্থানীয়রা তাকে চিতাবাঘের হাত থেকে উদ্ধার করেন।

ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে জেলা হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বন বিভাগের তরফে গ্রামের চারপাশে জাল পেতে চিতাবাঘটিকে ধরার চেষ্টা করা হয়। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও  চিতাবাঘটিকে ধরা সম্ভব হয়নি।

বেলরায়ান ফরেস্ট রেঞ্জার অফিসার ভূপেন্দ্র সিং জানান, চিতাবাঘের হামলায় আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বন দফতরের তরফে চিতাবাঘ ধরতে সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। এদিকে, খবর পেয়ে এসডিও মনোজ তেওয়ারিও ঘটনাস্থলে পৌঁছন।

পড়ুনঃ আলিপুরদুয়ারে চিতাবাঘের হামলায় জখম ১০, পিটিয়ে মারার হুমকি স্থানীয়দের

প্রসঙ্গত, ওই গ্রামের একটি বুথে এদিন চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছিল। চিতাবাঘের হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়। লাইন ছেড়ে ভোটাররা ঘটনাস্থলে ছুটে যান। তারফলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় বেশ কিছুক্ষণ প্রভাব পড়ে।  তারা চিতাবাঘকে ধরার দাবি জানান। পরে বন বিভাগের আশ্বাস পেয়ে আবার ভোটাররা আবার ভোট দিতে লাইনে দাঁড়িয়ে পড়েন।