‘‌হাফ প্যান্ট পরা মন্ত্রী’‌, বাংলা থেকে দু’‌জন এনডিএ সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় খোঁচা ডেরেকের

বাংলায় বিজেপির ফল তলার দিকে নেমেছে। তারপরও এবার এনডিএ সরকারে বাংলা থেকে দু’জন সাংসদকে প্রতিমন্ত্রী করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তবে এই ঘটনায় চাঁচাছোলা ভাষায় নতুন সরকারকে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন। তৃণমূল কংগ্রেস এবার সিদ্ধান্ত নিয়েছিল নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাবেন না কেউ। তাই এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি ছিল না। আর যে দু’‌জনকে বাংলা থেকে মন্ত্রী করা হয়েছে তাঁদের ‘‌হাফ প্যান্ট পরা’‌ মন্ত্রী বলে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ।

এদিকে এই নতুন এনডিএ সরকার সম্পূর্ণ পাঁচ বছর থাকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ডেরেক। তিনি বলেন, ‘‌মানুষের রায় বিজেপির এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়েছে। ইন্ডিয়া জোটে থাকা শরিক সমাজবাদী পার্টি, শিবসেনা (‌ইউবিটি)‌ এবং আম আদমি পার্টি শপথগ্রহণ অনুষ্ঠানে যায়নি। তাছাড়া রবিবার ১২টা ৪৫ মিনিটে আমন্ত্রণ এসে পৌঁছেছে অফিসে। রবিবার অফিসে কেউ থাকে না।’‌ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন। তবে এই নিয়ে ডেরেক ও’‌ব্রায়েন কোনও মন্তব্য করেননি। শুধু বুঝিয়ে দিয়েছেন এই এনডিএ সরকারের ভুল পদক্ষেপের বিরুদ্ধে ইন্ডিয়া জোট লাগাতার বিরোধিতা করে যাবে।

আরও পড়ুন:‌ ‘‌বাবা আরও দূরে চলে যাচ্ছে’‌, সুকান্ত মজুমদার মন্ত্রী হতেই মন খারাপ নিয়ে শুভেচ্ছা মেয়ের

অন্যদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিলেও এই সরকার সংখ্যালঘু। কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিক নিয়ে তৈরি হয়েছে এনডিএ সরকার। আর বাংলা থেকে ১২টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাই দুটি প্রতিমন্ত্রী বাংলা থেকে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই বয়কট?‌ এই বিষয়ে ডেরেক ও’‌ ব্রায়েনের বক্তব্য, ‘‌বিজেপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা রাজনীতির শিষ্টাচার সৌজন্য বজায় না রেখে মন্তব্য করে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে ঘৃণ্য ভাষায় প্রচার করেছেন। তাই মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০২৪ সালের শীতকালীন অধিবেশনের সময় মহারাষ্ট্রের নির্বাচন আছে। যাতে এই সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’‌

এছাড়া বাংলা থেকে বিজেপি সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। তাঁরা শপথও নিয়েছেন। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে দু’‌জনকে হাফ প্যান্ট পরা মন্ত্রী বলে খোঁচা দিয়েছেন ডেরেক। আর তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদীজি তৃতীয়বার শপথ নিলেও জওহরলাল নেহরুকে স্পর্শ করতে পারেননি। কারণ জওহরলাল নেহরুর যে পরিমাণ মানুষের রায় নিয়ে তৃতীয়বার সরকার গড়েছিলেন সেটা মোদীজির নেই। আর ডেরেক ও’‌ব্রায়েনের কথায়, ‘‌ইন্ডিয়া জোট অত্যন্ত সক্রিয় আছে। তাই আমরা শুধু ওই লবিতে বসে থাকব না। বরং আমরা সক্রিয়ভাবে ওই লবিতে হাঁটব।’‌