মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী সামরিক উড়োজাহাজ নিখোঁজ

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। সোমবার (১০ জুন) দেশটির প্রেসিডেন্ট কার্যালয় নিখোঁজের কথা জানিয়ে বলেছে, অনুসন্ধান চলছে। এতে আরও ৯জন আরোহী ছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পরে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি।

মালাউয়ের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেন্টিনো ফিরি নিখোঁজ উড়োজাহাজের বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন।

মালাউইয়ার প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাডারের বাইরে উড়োজাহাজটি চলে যাওয়ার পর উড়োজাহাজটির সঙ্গে বিমান কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট একটি অনুসন্ধান অভিযানের নির্দেশ দিয়েছেন এবং নির্ধারিত বাহামা সফর বাতিল করেছেন।

উড়োজাহাজটি রাডারের বাইরে চলে যাওয়ার পর যোগাযোগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।