B’desh MP murdered: বাংলাদেশি সাংসদ আনোয়ারউল খুনের তদন্তে মাংসের পর এবার খাল থেকে উদ্ধার হল হাড়

বাংলাদেশি সাংসদ আনোয়ারউল আজিম খুনের তদন্তে দীর্ঘ ২০ দিনের তল্লাশির পর অবশেষে ভাঙড়ের খাল থেকে উদ্ধার হল হাড়গোড়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, নেপাল থেকে ধৃত এই ঘটনায় অভিযুক্ত সিয়ামের নির্দিষ্ট করা জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই হাড় মানুষের। তবে হাড় আনোয়ারউলেরই কি না জানতে করতে হবে DNA পরীক্ষা।

আরও পড়ুন – পরিযায়ী শ্রমিকদের হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিতে মরিয়া রাজ্য সরকার

পড়তে থাকুন – ‘সাড়ে ৮ ঘণ্টা লেটে শিয়ালদায় এল লোকাল’, মালপত্র নিয়ে লাইনে রাজধানীর যাত্রীরা

সিআইডির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ধৃত সিয়াম হোসনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তার নির্দিষ্ট করা জায়গা থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মানুষের হাড় রয়েছে বলে চিহ্নিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ও কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের বিজয়গঞ্জ বাজার লাগোয়া বাগজোলা খালের দক্ষিণ – পূর্ব পাড় থেকে উদ্ধার হয়েছে হাড়গুলি। উদ্ধার হওয়া হাড়গুলির ভিত্তিতে বিজয়গঞ্জ বাজার থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

গত ১৩ মে কলকাতা লাগোয়া নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীব গার্ডেন্সে খুন হন বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারউল আজিম আনার। বাংলাদেশে সোনা, মাদক ও অস্ত্র পাচারকারী হিসাবে অভিযুক্ত ছিল আনারা। ঘটনার ৩ দিন পর হাসিনা সরকারের কাছে ভারতে বাবার নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেন সাংসদের মেয়ে ফিরদৌস ডরিন। এর পর বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। ভারতের বিদেশ মন্ত্রক যোগাযোগ করে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, বাল্যবন্ধু আখতাউজ্জামানই খুন করিয়েছেন আনারকে। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। খুনের পর জিহাদ হাওলাদার নামে এক কসাইকে দিয়ে আনারের দেহ টুকরো টুকরো করানো হয়। হাড় মাংস আলাদা করে দেহাংশ ফেলে দেওয়া হল কলকাতা লাগোয়া বিভিন্ন খালে।

আরও পড়ুন – ‘ভোটে জিতে ২৩৯ টাকার রিচার্জের সুযোগ দিচ্ছেন মমতা’, সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ

এই ঘটনার তদন্তে ভারতে আসেন ঢাকা মহানগর পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রাধান হারুন রশিদ। গত ২৮ মে সঞ্জীব গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে বেশ কিছু মাংস উদ্ধার হয়। এবার উদ্ধার হল হাড়। তবে মাংস ও হাড় আনোয়ারউল আজিমের কি না তা জানতে CFSLএর দিকে তাকিয়ে তদন্তকারীরা।