Chetla Bridge: স্বাস্থ্য পরীক্ষার জন্য চেতলা ব্রিজে বন্ধ থাকবে যান চলাচল, বিকল্প রাস্তা জানুন

এবার চেতলা ব্রিজে যান নিয়ন্ত্রণ করার পরিকল্পনা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ব্রিজে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। কবে বন্ধ থাকবে, কতক্ষণের জন্য় সবটা জেনে নিন। 

দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ হল এই চেতলা ব্রিজ। এর আগেও এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা একাধিকবার করা হয়েছে। এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্রে কলকাতা পুলিশ সবরকম সহযোগিতা করে। কেএমডিএ এই কাজের মূল দায়িত্বে থাকে। সেতুটির উপর গাড়ি দাঁড়িয়ে পড়লে সেটার ভারবহন ক্ষমতা কতটা থাকে, সেতুটির উপর দিয়ে যখন গাড়ি চলাচল করে তার ভার বহন ক্ষমতা কতটা থাকে, কোথাও কোনও সমস্যা হয় কি না, সেটা খতিয়ে দেখা হবে। 

কলকাতা পুলিশের তরফ থেকে এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৬জুন রাত ১১টা থেকে ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হবে। ১৭ জুন সকাল ৭টা পর্যন্ত এই ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হবে। মূলত কেওড়াতলা মহাশ্মশানের কাছে টালি নালার উপর এই ব্রিজের স্বাস্থ্য় পরীক্ষা করা হবে। এই ব্রিজ কতটা লোড নিতে সক্ষম সেটাই পরীক্ষা করে দেখা হবে। কেএমডিএর তত্ত্বাবধানে এই কাজ করা হবে। সেই কাজ চালানোর জন্য এই ব্রিজ আপাতত কয়েক ঘণ্টার জন্য় বন্ধ রাখা হবে। 

তবে সবথেকে বড় বিষয় হল এই সেতু বন্ধ রাখা হবে রাতে। এদিকে রাতে সেভাবে গাড়ি চলাচল করে না। সেকারণে রাতেই বন্ধ রাখা হবে এই ব্রিজ। তারপর সকাল হতেই খুলে দেওয়া হবে ব্রিজ। কারণ কলকাতা গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিনের বেলা বন্ধ রাখলে বড় সমস্যা হয়ে যেতে পারে। ১৭ জুন সোমবার সকাল ৭টা থেকে ফের ওই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। 

এদিকে রাতে যারা ওই রুটে যেতে চান তাদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা। কারণ ব্রিজ বন্ধ থাকার জেরে ওই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। চেতলা সেন্ট্রাল রোডের পূর্বদিকে যে গাড়িগুলি যাবে সেগুলিকে  চেতলা সেন্ট্রাল রোড ও রাখাল দাস রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলি জাজেস কোর্ট রোড ধরে নিতে পারবে। 

এদিকে পশ্চিম দিকে যে গাড়িগুলি যাবে সেগুলি আরবি অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের ক্রশিং রোড ধরে সদানন্দ রোড ধরে যেতে পারে।