Digha Jagannath Mandir Update: দিঘায় জগন্নাথধাম, হচ্ছে বিশ্ব সংস্কৃতি চর্চার কেন্দ্র, রাজস্থান থেকে এলেন প্রভূ

রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি…এবার রথের আগে দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। তবে সূত্রের খবর, হয়তো এবার আর নয়। তবে সামনের বছর দিঘাতে জগন্নাথ মন্দিরে রথযাত্রার ছবি দেখা যাবে। তার আগে শুভ দিন দেখে দিঘার জগন্নাথ দেবের মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। 

তবে দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে তা নিছক আর পাঁচটা মন্দিরের মতো নয়। এই মন্দিরকে কেন্দ্র করে একেবারে বিশ্ব সংস্কৃতির চর্চা কেন্দ্র তৈরি হবে। এখানে গবেষণার সুযোগ. ডিজিটাল তথ্য়ভাণ্ডার থাকবে।

 সেই সঙ্গেই পুরীর মন্দিরের সঙ্গে তুলনা ঠিক নয়। তবে পুরীর মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা কিছু রীতির সঙ্গে দিঘার মন্দিরের রীতির কিছু মিল থাকতে পারে। যেন পুরীতে রোজ ধ্বজা পরিবর্তনের ব্যাপার রয়েছে। মন্দিরের গা বেয়ে উঠে সেই ধ্বজা খুলে আনা হয়। তেমনই দিঘার মন্দিরের ধ্বজাও পরিবর্তন করা হবে। তবে সেটা কিছুটা অন্য পদ্ধতিতে করা হবে। 

অন্যদিকে দিঘাতে যে মূর্তি প্রতিষ্ঠা করা হবে তা রাজস্থানের তৈরি। রাজস্থানের শিল্পীরা এই মূর্তি তৈরি করেছেন। খোদ মুখ্য়মন্ত্রী এই ছবি পছন্দ করেছিলেন। তারপর তা রাজস্থানে পাঠানো হয়। সেখান থেকে মূর্তি এসেছে। তা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে। সেই মন্দিরই প্রতিষ্ঠা করা হবে। খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এই মন্দিরের নির্মাণকাজ খতিয়ে দেখেছেন। কতটা কাজ হল, আর কী করতে হবে সেটা তিনি নিজে দেখেছেন। তবে সূত্রের খবর, এই মন্দিরের কাজ অনেকটাই হয়ে গিয়েছে। পুরীতে যেমন জগন্নাথদেব দেখা যায় অনেকটা তেমনই হবে এখানকার মূর্তি। 

এদিকে এবার যারা শুধু সমুদ্রের টানে দিঘাতে যেতেন তাঁদের কাছে এবার বাড়তি পাওনা এই জগন্নাথদেবের মন্দির। দিঘাতে বে়ড়াতে গেলে অনেকেই এবার যাবেন এই জগন্নাথ দেবের মন্দিরে। এনিয়ে পর্যটকদের মধ্যেও বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। সেক্ষেত্রে এবার যাদের পক্ষে পুরীতে যাওয়া সম্ভব হবে না তাঁরা টুক করে দিঘাতেও ঘুরে আসতে পারেন। সেখানেও এবার থেকে পুরীর স্বাদ পাবেন। 

অপূর্ব সুন্দর করা হয়েছে এই মন্দিরে। মার্বেল পাথরের অপূর্ব সব কাজ। মোটামুটি আগামীবছর থেকেই এখানে ধূমধাম করে রথযাত্রা হতে পারে। পর্যটকদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে গমগম করে দিঘার জগন্নাথ ধাম। 

পূর্ব মেদিনীপুরে যেহেতু ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে, সে কথা মাথায় রেখে দিঘার জগন্নাথ মন্দিরে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা তৈরি করা হয়েছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, সাইক্লোন বা ঘূর্ণিঝড়-সহ কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও কোনওরকম প্রভাব পড়বে না দিঘার জগন্নাথ মন্দিরে।