Rekha Patra: কারচুপি করে জিতেছে TMC, হার স্বীকার করব না, সব কিছু সহ্য করতে তৈরি: রেখা পাত্র

লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। লোকসভার অধীন ৭টি বিধানসভার মধ্যে ৬টিতেই পিছিয়ে রয়েছেন তিনি। এগিয়ে শুধু সন্দেশখালিতে। ভোটের এই ফল মানতে পারছেন না রেখাদেবী। তাঁর দাবি, কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল।

আরও পড়ুন – ‘ভোটে জিতে ২৩৯ টাকার রিচার্জের সুযোগ দিচ্ছেন মমতা’, সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ

পড়তে থাকুন – ‘সাড়ে ৮ ঘণ্টা লেটে শিয়ালদায় এল লোকাল’, মালপত্র নিয়ে লাইনে রাজধানীর যাত্রীরা

গত মঙ্গলবার লোকসভা ভোটের গণনা শুরু হতেই দেখা যায় তৃণমূল প্রার্থী হাজি নুরুলের কাছে পিছিয়ে পড়ছেন রেখা পাত্র। গণনা শেষ হলে দেখা যায় তৃণমূলপ্রার্থীর কাছে প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার ভোটে পরাজিত হয়েছেন তিনি। তৃণমূল পেয়েছে প্রায় ৫৩ শতাংশ ভোট। রেখা পাত্র পেয়েছেন ৩১ শতাংশ। সন্দেশখালিকাণ্ড নিয়ে দেশ জোড়া শোরগোলের মধ্যে এবার বসিরহাট আসনে জয়ের ব্যাপারে প্রত্যয়ী ছিল বিজেপি। সেখানে হার মেনে নিতে পারছেন না রেখা পাত্র।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে সন্দেশখালি নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছে সেখানে আমরা এগিয়ে রয়েছি। সন্দেশখালির মানুষ আমাদের পাশে রয়েছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তৃণমূল কী ভাবে কারচুপি করে জিতেছে সেটা আমরা জানি। তাই হার স্বীকার করছি না।’ তিনি বলেন, ‘রাজনীতিতে যখন এসেছি তখন অনেক কিছু সহ্য করতে হবে। আমি তার জন্য প্রস্তুত।’

আরও পড়ুন – পরিযায়ী শ্রমিকদের হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিতে মরিয়া রাজ্য সরকার

গত ফেব্রুয়ারিতে তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি। চাপের মুখে একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। শেষে হাইকোর্টের নির্দেশে গ্রেফতার হয় শেখ শাহজাহানও। সেই ঘটনা নিয়ে উত্তাল হয় গোটা দেশ। ওদিকে রাজ্যে ভোটপর্ব চলাকালীন নামগোত্রহীন একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে আসে একটি ভিডিয়ো। তাতে সন্দেশখালির তৃণমূল মণ্ডল সভাপতিকে বলতে শোনা যায়, মহিলাদের টাকা দিয়ে অভিযোগ করিয়েছে বিজেপি। এর পরই পালটা প্রচার শুরু করে তৃণমূল।