T20 world cup 2024 super eight qualification scenario of Pakistan can be eliminated from group stage see in pics

টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচে হেরে বসেছে পাকিস্তান। প্রথমে আমেরিকার কাছে। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে।

টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচে হেরে বসেছে পাকিস্তান। প্রথমে আমেরিকার কাছে। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে।

রবিবার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারতের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে ৬ রানে হেরে গিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে বাবর আজ়মদের সুপার এইটের স্বপ্নও।

রবিবার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারতের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে ৬ রানে হেরে গিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে বাবর আজ়মদের সুপার এইটের স্বপ্নও।

টুর্নামেন্টে মোট ২০টি দল খেলছে। এক-একটি গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে। সব মিলিয়ে চারটি গ্রুপ।

টুর্নামেন্টে মোট ২০টি দল খেলছে। এক-একটি গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে। সব মিলিয়ে চারটি গ্রুপ।

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে।

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে।

পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে। ভারত, আমেরিকা, কানাডা ও আয়ার্ল্যান্ডের সঙ্গে। এই গ্রুপে সব দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে।

পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে। ভারত, আমেরিকা, কানাডা ও আয়ার্ল্যান্ডের সঙ্গে। এই গ্রুপে সব দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে।

২টি ম্যাচই জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। রোহিত শর্মাদের ম্যাচ বাকি কানাডা ও আমেরিকার সঙ্গে।

২টি ম্যাচই জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। রোহিত শর্মাদের ম্যাচ বাকি কানাডা ও আমেরিকার সঙ্গে।

২ ম্যাচে ৪ পয়েন্ট আমেরিকারও। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছে আয়োজক দেশ।

২ ম্যাচে ৪ পয়েন্ট আমেরিকারও। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছে আয়োজক দেশ।

সুপার এইটে ওঠার দৌড়ে থাকতে কানাডা ও আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি দুই ম্য়াচ জিততেই হবে পাকিস্তানকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও।

সুপার এইটে ওঠার দৌড়ে থাকতে কানাডা ও আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি দুই ম্য়াচ জিততেই হবে পাকিস্তানকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও।

ভারত কার্যত পৌঁছেই গিয়েছে সুপার এইটে। পাকিস্তানকে প্রার্থনা করতে হবে, কানাডা ও আমেরিকা যেন বাকি দুটি ম্যাচই হেরে যায়। তাতে কানাডা ২ পয়েন্টে আটকে গিয়ে সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে।

ভারত কার্যত পৌঁছেই গিয়েছে সুপার এইটে। পাকিস্তানকে প্রার্থনা করতে হবে, কানাডা ও আমেরিকা যেন বাকি দুটি ম্যাচই হেরে যায়। তাতে কানাডা ২ পয়েন্টে আটকে গিয়ে সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে।

সেক্ষেত্রে পাকিস্তান ও আমেরিকা, দুই দলেরই হবে ৪ পয়েন্ট করে। রান রেটে এগিয়ে থাকলে তবেই সুপার এইটের দরজা খুলবে পাকিস্তানের। ছবি - আইসিসি

সেক্ষেত্রে পাকিস্তান ও আমেরিকা, দুই দলেরই হবে ৪ পয়েন্ট করে। রান রেটে এগিয়ে থাকলে তবেই সুপার এইটের দরজা খুলবে পাকিস্তানের। ছবি – আইসিসি

Published at : 10 Jun 2024 10:46 PM (IST)

আরও জানুন ক্রিকেট

আরও দেখুন