ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন কবে হতে চলেছে?‌ জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার

লোকসভা নির্বাচন শেষ হয়েছে গোটা দেশে। এনডিএ সরকার গঠন হয়েছে। এবার নজর ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে। কবে হবে পঞ্চায়েত নির্বাচন?‌ সম্ভবত জুলাই মাসের শেষে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানান রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। সুতরাং এখন থেকেই ত্রিপুরায় রাজনৈতিক দলগুলিকে প্রস্তুতি নিতে শুরু করতে হবে। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও এখনও রাজনৈতিক পরিবেশ থাকবে উত্তর–পূর্বের এই রাজ্যে।

এদিকে ত্রিপুরায় ৬ হাজার ৩৭০টি গ্রাম পঞ্চায়েত আসন আছে। ৩৫টি পঞ্চায়েত সমিতিতে ৪২৩টি আসন রয়েছে এবং ৮টি জেলা পরিষদের ১১৬টি আসনে নির্বাচন হবে। রাজ্য নির্বাচন কমিশনার এস চৌধুরী বলেন, ‘‌পঞ্চায়েতের মেয়াদ অগস্ট মাসের প্রথম সপ্তাহ দিকে শেষ হয়ে যাচ্ছে। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তাই ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩৫টি ব্লকের খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে। খসড়া ভোটার তালিকায অনুযায়ী, ৩৫টি ব্লকে মোট ভোটার রয়েছেন ১২,৯৫,০৮৬ জন। ৩৫টি ব্লকে ভোট কেন্দ্র রয়েছে ২৬৫০টি। জুলাই মাসের শেষে অথবা অগস্ট মাসের শুরুতে পঞ্চায়েত নির্বাচন হবে। আইন অনুযায়ী রাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে। তারপর তারিখ ঘোষণা হবে।’‌

আরও পড়ুন:‌ কেরল নিয়ে হতাশা ব্যক্ত করলেও বাংলার উল্লেখ নেই, সিপিএম পলিটব্যুরোর বিবৃতি চর্চিত

অন্যদিকে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন এবার জমজমাট হতে পারে। কারণ এই নির্বাচনে সিপিএম ঝাঁপিয়ে পড়বে। বিজেপি এখন ক্ষমতায়। তাই লড়াই হবে জোরদার। সেখানে যদি তৃণমূল কংগ্রেস অংশ নেয় তাহলে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে উত্তাপ বাড়বে। কারণ ইতিমধ্যেই বাংলায় বিজেপিকে লোকসভা নির্বাচনে পর্যদুস্ত করেছে তৃণমূল কংগ্রেস। তাই সেখানে জোর টক্কর হতে পারে। রাজনৈতিক হিংসা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গতবারও এখানে হিংসার পরিবেশ দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এবার যাতে তা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রাজ্যের নির্বাচন কমিশনকে।

এছাড়া ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীর বক্তব্য, ‘‌এই ভোটার তালিকার কাজ শেষ হলেই আমরা প্রস্তুতি শুরু করে দেবো ব্যালট বাক্স, ব্যালট পেপার ছাপাতে। আমাদের ৫৫ লাখ ব্যালট পেপার ছাপাতে হবে। ১০–১২ দিন লাগবে ছাপতে। খসড়া তালিকায় মহিলা ভোটারের সংখ্যা ৬,৩৬,০৬২ জন, পুরুষ ভোটার আছেন ৬,৫৯,০১৩ জন এবং অন্যান্য ভোটার রয়েছেন ১১ জন। খসড়া তালিকার উপর কাজ চলবে ২৪ জুন পর্যন্ত। ২৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি করার পর রাজ্য সরকারের সঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে।’‌ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৮৬ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল।