Fake appointment letter: ১ লাখে ভুয়ো নিয়োগপত্র, স্বাস্থ্য দফতরে কাজে যোগ দিতে গিয়েই ধরা পড়ল মহিলা

সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। তার পরেই ফের রাজ্যে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। এবার স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। স্বাস্থ্য দফতরে অস্থায়ী পদে ভুয়ো নিয়োগ পত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে। জানা গিয়েছে, এক লক্ষ টাকার বিনিময়ে ওই ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন ওই মহিলা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন: ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে যোগ দেওয়ার চেষ্টা, ফের কি সক্রিয় দালাল চক্র?

জানা যাচ্ছে, ওই মহিলা পূর্ব মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) কাছে কাজে যোগ দেওয়ার জন্য ওই নিয়োগপত্র দেখাতে যান। তা দেখেই সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর নিয়োগ পত্র যাচাই করতেই জানা যায় সেটা ভুয়ো। এনিয়ে সিএমওএইচ সৌম্য শঙ্কর ষরঙ্গী জানান, স্বাস্থ্য দফতরের অস্থায়ী পদে ওই মহিলা কাজে যোগ দিতে এসেছিলেন । এরপর মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বাসিন্দা কৌশিক ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে ওই নিয়োগপত্র পেয়েছিলেন মহিলা। তার জন্য মহিলার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিল ওই ব্যক্তি। পুরো বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক। 

জানা যায়, ওই মহিলা আনন্দপুরের বাসিন্দা। আজ সোমবার সকালে তিনি নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দেওয়ার জন্য কেশপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয় স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের। তৎক্ষণাৎ ওই মহিলাকে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন কেশপুরের স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা। সেইমতো ওই মহিলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গেলে প্রকাশ্যে আসে পুরো বিষয়টি।

সূত্রের খবর, ভুয়ো নিয়োগপত্র নিয়ে এর আগেও চাকরিতে যোগ দিতে এসেছিলেন কয়েকজন। সেক্ষেত্রেও মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবার একইভাবে ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে আসায় পুলিশের দারস্থ হয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনায় বড় কোনও চক্রের যোগ থাকতে পারে বলেও মনে করছেন সিএমওএইচ। প্রাথমিকভাবে যে মহিলার কাজে যোগ দিতে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা স্বাস্থ্য দফতরের অন্দরে।