Jamai Sasthi Wish: জামাইষষ্ঠীতে জামাই আসছেন না আপনার বাড়ি? মন খারাপ করবেন না, পাঠান শুভেচ্ছাবার্তা

রাত পোহালেই প্রত্যেক বাঙালির বাড়িতে শুরু হয়ে যাবে জামাইষষ্ঠীর তোড়জোড়। একদিকে যেমন মিষ্টি এবং দই হাতে শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হবেন জামাইরা, অন্যদিকে শ্বশুর-শাশুড়ি ও জামাই আদরে কোনও রকম খামতি রাখবেন না। এই একটা দিন প্রত্যেক জামাইয়ের কাছে ভীষণ স্পেশাল একটা দিন।

তবে এই দিনও বহু মানুষ এমন রয়েছেন যারা জামাইকে কাছে পান না। কাজের সূত্রে এখন অনেকেই দেশের বাইরে থাকেন তাই জামাইষষ্ঠী উপলক্ষে তারা ছুটি পান না। ফলে দেশে আসাও হয় না। স্বাভাবিকভাবেই এই দিন জামাই এবং শাশুড়ি দুজনেরই মন খারাপ থাকে। কিন্তু উপায় তো নেই। তাই মন খারাপ কাটাতে এই দিন জামাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিন কিছু শুভেচ্ছা বার্তা।

(আরো পড়ুন: গরমে দু-এক দিন ছাড়াই ঝিঙে খাচ্ছেন! জানেন আপনার শরীরের উপর কী প্রভাব পড়ছে)

জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু শুভেচ্ছা বার্তা 

 

জামাইষষ্ঠীর এই সুন্দর দিন ভরে উঠুক আনন্দে, তোমাকে জানাই জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।

জামাই ষষ্ঠী শুধু একটি দিন নয়, এই দিনে লুকিয়ে রয়েছে বহু আবেগ। তোমার জীবন হয়ে উঠুক আরো সুন্দর, এই কামনাই রইল।

দূরে আছো ঠিকই, কিন্তু তুমি সব সময় থাকবে আমাদের মনের কাছে। জামাইষষ্ঠীর এই সুন্দর দিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

মা ষষ্ঠী তোমাকে সকল বিপদ থেকে যেন রক্ষা করেন, এই কামনাই করি সব সময়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তোমাকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।

(আরো পড়ুন: ব্লাড সুগারের ভয়ে বেল খাচ্ছেন না? গরমে এর উপকারিতা জানলে অবাক হবেন)

তুমি কাছে নেই তো কি হয়েছে, দূর থেকেই তোমাকে প্রাণ ভরে করি আশীর্বাদ। আজকের এই দিন তোমার কাছে হয়ে উঠুক আরো বেশি স্পেশাল, তোমাকে জানাই জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।

তোমরা দুজনেই সুখে থাকো শান্তিতে থাকো, এই কামনাই করি। জামাইষষ্ঠীর এই শুভক্ষণে তোমাকে জানাই জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।

তুমি শুধু জামাই নয়, আমাদের কাছে তুমি ছেলে। তোমাকে জানাই জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আরো বেশি উন্নতি হোক তোমার জীবনে।

দূর থেকেই তোমার জন্য রইল আমাদের প্রাণভরা আশীর্বাদ, জামাইষষ্ঠীর এই শুভ লগ্নে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ জামাই ষষ্ঠী।