T20 World Cup 2024 Harbhajan Singh slams Kamran Akmal over controversial remark on Arshdeep get to know

নয়াদিল্লি: টিভি রিয়েলিটি শো-তে এসে ভারতের তরুণ পেসার অর্শদীপ সিংহকে (Arshdeep Singh) আক্রমণ করেছিলেন। এবার তার পাল্টা শুনতে হল কামরান আকমলকে (Kamran Akmal)। ভারত-পাকিস্তান ম্য়াচে (India vs Pakistan Match) পাকিস্তানের এক টিভি শো-য়ের প্যানেলে উপস্থিত হয়ে অর্শদীপকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন প্রাক্তন পাক উইকেট কিপার ব্যাটার। এবার তার পাল্টা কামরানকে একহাত নিয়ে সোশ্য়াল মিডিয়ায় জবাব দিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। 

ঠিক কী হয়েছিল?

ভারত-পাকিস্তান ম্য়াচে পাকিস্তানের ব্যাটিংয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল  ১৮ রান। রোহিত শর্মা অর্শদীপ সিংহকে শেষ ওভারটি করতে দেন। টিভির শোয়ে কথার মাঝে কামরান হঠাৎ বলেন, ”বারোটা বেজে গিয়েছে। কখনও কোনও শিখকে ইনিংসের শেষ ওভারে দেওয়া উচিৎ না।” আর এই ধরণের মন্তব্য শুনেই চটেছেন ভাজ্জি। ভারতের প্রাক্তন অফস্পিনার নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই ক্লিপটি পোস্ট করে কামরান আকমলকে জবাব দিয়েছেন, ”তোমার নোংরা মুখ খোলার আগে একবার শিখদের ইতিহাস জনতে হয়। এই শিখরাই তোমার মা, বোনেদের রক্ষা করেছিল একটা সময়। কিছু কৃতজ্ঞতা স্বীকার করতে শেখো।” অর্শদীপকে কামরানের করা এই আক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মুখ খুলেছেন।

 

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। লো স্কোরিং ম্য়াচে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ রানে জেতে রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। পুরো ওভারও খেলতে পারেনি ভারতের ব্যাটিং লাইন আপ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি বোর্ড তুলতে পারেনি পাকিস্তান শিবির।

ভারতের হয়ে ব্য়াট হাতে রোহিত বিরাটরা ব্যর্থ হলেও পন্থ কিছুটা লড়াই করেন। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। বল হাতে ভারতের নায়ক বুমরা। তিনি একাই ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্য়াচের সেরাও হন। হার্দিক পাণ্ড্য নেন ২ উইকেট।

আরও দেখুন