Cristiano Ronaldo Joins Saudi Arab’s Al Nassr In Bumper Deal


নয়াদিল্লি: ফুটবল বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজের চুক্তি বাতিল করেন। বিশ্বকাপ শেষ, রোনাল্ডো কোন দলে যোগ দেবেন, সেই নিয়ে এতদিন বিস্তর জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন রোনাল্ডো।

আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে। একাধিক খবর অনুযায়ী রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন। সদ্যই আল নাসর ক্লাবের তরফে রোনাল্ডোকে ঐতিহাসিক চুক্তিতে সই করার কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে লেখা হয়, ‘ইতিহাস তৈরি হতে চলেছে। এই চুক্তির ফলে আমাদের ক্লাব আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত তো করবেই, পাশাপাশি আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তোমার নতুন ক্লাব আল নাসরে তোমাকে স্বাগত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।’

 

 

রোনাল্ডো এবার এশিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ায় লক্ষ্যে। তিনি নিজে এক বিবৃতিতে জানান, ‘আমি যে সব ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ইউরোপিয়ান ফুটবল খেলা শুরু করেছিলাম, সেই সবকয়টি জিতেছি। আমার মনে হয় এবার আমার এশিয়ায় নিজের অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়ার সময় এসেছে। আমি আমার নতুন ক্লাবসতীর্থদের সঙ্গে দেখা করতে ও তাদের সঙ্গে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ 

রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে দুইটি লা লিগা, সমসংখ্যক স্প্যানিশ সুপার কাপ ও  চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইতালিতে জুভেন্তাসের হয়ে সিরি এ, কোপা ইতালিয়া জিতেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে তিন প্রিমিয়ার লিগ, এফ এ কাপ, দুইটি লিগ কাপ, চ্য়াম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। তবে সম্ভবত এই দলদলের সঙ্গে সঙ্গেই ৩৭ বছর বয়সি রোনাল্ডোর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সফর শেষ হল।  

আরও পড়ুন: জোড়া গোল ক্লেটনের, বেঙ্গালুরুকে হারিয়ে মুখরক্ষা ইস্টবেঙ্গলের