Tejaswin Shankar: প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে বস্টন অ্যাথলেটিক্স মিটে খেতাব জয় তেজস্বিন শঙ্করের

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> গত বছর কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার বস্টনে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে নিউ ব্যালান্স ইন্ডোর গ্রান্ড পিক্স খেতাব জিতলেন ভারতের তেজস্বিন শঙ্কর। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইন্ডোর ট্যুর গোল্ড প্রতিযোগিতায় ২.২৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। ৩৮ বছর বয়সি ডোনাল্ড থমাসকে হারিয়ে দেন তেজস্বিন। যিনি ২০০৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ২.২৩ মিটার দূরত্ব অতিক্রম দ্বিতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড।&nbsp;</p>