ফের বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি | BD24Live.com

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ৬ ফেব্রুয়ারি ২০২৩

বায়ুদূষণে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা। পিছু ছাড়ছে না উচ্চ মাত্রার বায়ু দূষণ। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য থেকে জানা যায়, আজ (৬ ফেব্রুয়ারি) ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’। ২৬৩ স্কোর নিয়ে আইকিউ এয়ারের এ তালিকায় সবার শীর্ষেই রয়েছে ঢাকা। অন্যদিকে ২৩৫ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত শহরের ১০টিই এশিয়ার। ১৯০ স্কোর নিয়ে দিল্লির পরে রয়েছে চীনের উহান। ১৮২ স্কোর নিয়ে যৌথভাবে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই ও চীনের চেংডু। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ন, ভারতের কোলকাতা এবং চীনের সেনইয়াং।

পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

শাকিল/সাএ