Who Is Sapna Gill, Arrested In A Brawl Among Fans To Get A Selfie With Prithvi Shaw

মুম্বই: পৃথ্বী শ-কে (Prithvi Shaw) মারধর করার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাঁকে। যদিও স্বপ্না গিল (Sapna Gill) পাল্টা অভিযোগ করেছেন যে, পৃথ্বী ও তাঁর বন্ধুই তাঁদের ওপর হামলা করেছিলেন। যা নিয়ে তোলপাড় চলছে ভারতীয় ক্রিকেটে।

কিন্তু জানেন কি অভিযুক্ত স্বপ্না গিল কে?

স্বপ্না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল বুধবার রাতে, মুম্বইয়ের সাহারা স্টার হোটেলে ম্যানসন ক্লাবে। স্বপ্নার সঙ্গেই অভিযুক্ত শোবিত ঠাকুর। স্বপ্না অভিনেত্রী। ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। রবি কিষাণ ও দীনেশ লাল যাদবের মতো অভিনেতাদের বিপরীতে। ইনস্টাগ্রামে ২ লক্ষ ১৯ হাজার ফলোয়ার রয়েছে। চণ্ডীগড়ের বাসিন্দা স্বপ্না এখন মুম্বইয়ে থাকেন। নিজের নাচের ভিডিও ও ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন তিনি। ২০২১ সালে তাঁর ‘মেরা ওয়তন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।

বিতর্কে পৃথ্বী

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ফের ঝামেলায় জড়ালেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ভারতীয় ক্রিকেটারের অভিযোগ, সেলফি তুলতে না চাওয়ায় আটজন চড়াও হয় তাঁর ও তাঁর বন্ধুর ওপর। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও পাল্টা অভিযোগও উঠেছে। বলা হচ্ছে, পৃথ্বী ও তাঁর বন্ধুই কয়েকজন মহিলাকে উত্যক্ত করেছিলেন।                                             

প্রথমে জানা গিয়েছিল যে, কয়েকজন সমর্থকের সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে চাননি পৃথ্বী শ। সে জন্য ভারতীয় ক্রিকেটারের এক বন্ধুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় মুম্বই পুলিশের তরফে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।                          

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে, দু’জন ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে রাজি হননি ভারতীয় তারকা। সেজন্য তাঁর বন্ধুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গাড়ির উইন্ডস্ক্রিন নাকি ভেঙে দেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ওশিওয়ারা থানার পুলিশ।                                                       

যদিও পরে অভিযুক্ত আটজনের মধ্যে একজন পাল্টা অভিযোগ করেন যে, পৃথ্বী ও তাঁর বন্ধু অভব্যতা করেছেন। শ্লীলতাহানি করেছেন বলেও অভিযোগ উঠছে। বলা হচ্ছে, ঘটনার সময় লাঠি হাতে মারধর করেছেন পৃথ্বী।        

আপাতত ভারতীয় দলে নেই পৃথ্বী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারত যে টেস্ট সিরিজ খেলছে, সেই দলে মুম্বইয়ের ক্রিকেটার পৃথ্বীর জায়গা হয়নি। কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ছিলেন। তবে প্রথম একাদশে ঠাঁই হয়নি পৃথ্বীর। ফলে রঞ্জি ট্রফিতে মুম্বই ছিটকে যাওয়ার পর পৃথ্বীর সামনে আপাতত কোনও বড় টুর্নামেন্ট নেই।

আরও পড়ুন: দুশো রানের লিড পেলেই ম্যাচের রাশ সৌরাষ্ট্রের, বাংলাকে হুঁশিয়ারি দিনের নায়কের