বিশ্বরেকর্ডের রাত, জোড়া গোল করে কামব্যাক করলেন ‘সি আর সেভেন’। Cristiano Ronaldo scores blistering free kick and penalty as Portugal defeat Liechtenstein 4-0

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এভাবেই কামব্যাক করতে হয়। নিন্দুকদের সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপে (FIFA World Cup 2022) পারফরম্যান্সের জন্য সমালোচিত হয়েছিলেন। তাঁর নাকি বয়স হয়েছে! সেই অজুহাতে কাপ যুদ্ধের সময় রোনাল্ডোকে ম্যাচের পর ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন তৎকালীন কোচ ফের্নান্দো স্যান্টোস (Fernando Santos)। তাঁর ‘বাতিল ঘোড়া’ রোনাল্ডোকে দলে রেখে আগেই বড় বার্তা দিয়েছিলেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martinez)। আর সেটাই অক্সিজেনের মতো কাজ করল।

ইউরো ২০২৪-এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে লেইচেনস্টাইনের (Liechtenstein) বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল (Portugal)। সেই ম্যাচেই কেরিয়ারের ১৯৭তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ‘সি আর সেভেন’ (CR 7)। জোড়া গোল করলেন পর্তুগিজ মহতারকা। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে একটি গোলও করেন রোনাল্ডো।  তারপর ৬৩ মিনিটে ফের ফ্রি-কিক থেকে গোল। ১০০টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার নয়া নজির গড়লেন তিনি। এছাড়াও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজিরও এখন তাঁর দখলেই।  

মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেটা ছিল তাঁর ১৯৬তম ম্যাচ। সেই ম্যাচ খেলে জাতীয় দলের জার্সিতে তখন পর্যন্ত সবচেয়ে ম্যাচ খেলা কুয়েতের বদল আল মুতাওয়াকে ছুঁয়েছিলেন রোনাল্ডো। বিশ্বকাপে ব্যর্থতার তিনি আর পর্তুগালের জার্সি গায়ে চাপাবেন কিনা, সেটা নিয়ে ছিল সংশয়। তবে লেইচেনস্টাইনের বিরুদ্ধে জোড়া গোল করে সব হিসেবে বদলে দিলেন ৩৭ বছরের রোনাল্ডো। 

কীর্তি গড়ার রাতে ম্যাচের শুরুতেই বল পেয়ে দারুণভাবে বাড়িয়েছিলেন রোনাল্ডো। যদিও সেটি কাজে লাগেনি। এতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ৮ মিনিটেই গোল পেয়ে যেত পর্তুগাল। তবে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করে দিয়েছিলেন ছিলেন লেইচেনস্টাইনের গোলকিপার। কিন্তু সেই ফিরতি বলকেই ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে জালে জড়িয়ে দেন জোয়াও কানসেলো। 

আরও পড়ুন: Lionel Messi Record | Argentina: ফের মেসি ম্যাজিক, ফ্রি কিকের জাদুতে নতুন রেকর্ড বিশ্বজয়ীর

আরও পড়ুন: Lionel Messi: স্টেডিয়ামে আবেগ-সুনামি, প্রিয় নীল-সাদা জার্সিতে চোখে জল মেসির

এই ম্যাচে রোনাল্ডোর কাছে হ্যাটট্রিক করার হাতছানিও ছিল। তবে সেই সুযোগ তিনি হেলায় হারান। তবে ২২ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি নিজেই। দারুণ জায়গায় বল পেয়েও পোস্টের ওপর দিয়ে মারেন। ২৭ মিনিটে আবারও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় পর্তুগাল। আর তাই বিরতির সময় একের পর এক অ্যাটাক তৈরি করলেও, একটির বেশি গোল পায়নি পর্তুগাল। 

বিরতির পর গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ৪৭ মিনিটে বের্নার্দো সিলভা ব্যবধান বাড়িয়ে দেন। এর ৩ মিনিট পর পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিকে রোনাল্ডোর শট ঠেকানোর চেষ্টা করেও পারেননি লেইচেনস্টাইনের গোলকিপার। ৫৮ মিনিটে রোনল্ডো ফের একটি গোল করেছিলেন। তবে অফ সাইডের জন্য সেই গোল বাতিল হয়। যদিও দুরন্ত রোনাল্ডোকে ৬৩ মিনিটে আর আটকে রাখা যায়নি। ডি-বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় পর্তুগাল। বুলেট গতির শটে জাল কাঁপিয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি। সেটাই ছিল আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর ১২০তম গোল। 

২০০৩ সালে প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনাল্ডোর। কাতার বিশ্বকাপে গোল করার সঙ্গে সঙ্গে পরপর পাঁচটি বিশ্বকাপের মঞ্চে গোল করার নজির গড়েছিলেন রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলে হারতে হয়েছিল পর্তুগালকে। এরপরই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। আল নাসেরের হয়ে ১০ ম্যাচে ৯ গোল করেছেন সি আর সেভেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)