IPL 2023: Marcus Stoinis To Undergo Scans After Injuring Index Finger In PBKS Vs LSG Match


মোহালি: শুক্রবার, পাঞ্জাব কিংসের ঘরের মাঠে তাঁদেরই বিরুদ্ধে ইতিহাস গড়ে এক স্মরণীয় জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস (PBKS vs LSG)। প্রথমে ব্যাট করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান তোলে লখনউ। দলের জয়ে ব্যাটে বলে, অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। তবে ম্যাচ সেরা হওয়ার দিনেই দলের চিন্তা বাড়ালেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার।

আঙুলে চোট

বোলিংয়ের সময় নিজের দ্বিতীয় ওভারেই চোট পান স্টোইনিস। নিজের বোলিংয়েই অর্থব তাইডের এক শট বাঁচাতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান স্টোইনিস। আঙুলে বল লাগার পর ব্যথায় কাতরাতে দেখা যায় অজি তারকাকে। সঙ্গে সঙ্গেই মাঠে বসে পড়েন স্টোইনিস। লখনউয়ের মেডিক্যাল দল মাঠে ছুটে এসে তাঁর চোট পর্যবেক্ষণ করে, তাঁকে সারিয়ে তোলার প্রাথমিক চেষ্টা করে বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। বাধ্য হয়েই প্রবল ব্যথা নিয়ে মাঠ ছাড়েন স্টোইনিস। তিনি আর মাঠে ফেরেননি। 

ম্যাচ শেষে অজি তারকা নিজেই জানান, তাঁর চোট ঠিক কতটা গুরুতর, তা নির্ধারণের জন্য তাঁকে স্ক্যান করতে পাঠানো হবে। স্টোইনিস বলেন, ‘আগের থেকে ব্যথা খানিকটা কমেছে বটে। তবে কী আর করা যাবে। আমার আঙুলের স্ক্যান করানো হবে, তারপরেই চোট কত

া গুরুতর তা জানতে পারব।’

ম্যাচের বিবরণ

প্রথমে রানের পাহাড়। তারপর দুরন্ত বোলিং। ব্যাটে-বলে আগাগোড়া দুরন্ত দাপট দেখিয়ে ৫৬ রানে ম্যাচ জিতল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। বড় যে জয়ের সুবাদে ফের লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউ ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অর্থব টাইডে ও সিকান্দার রাজাদের পাল্টা লড়াইয়ে শেষপর্যন্ত ২০১ তুলতে সমর্থ হলেও ৫৬ রানের বড় ব্যবধানে হারতে হল পাঞ্জাবকে। 

৩৬ বলে ৮ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অথর্ব। সিকান্দার (৩৬), লিয়াম লিভিংস্টোন (২৩), স্যাম কারানের (২১) লড়াই সত্ত্বেও রানের পাহাড় ডিঙোতে পারেনি পাঞ্জাব। চোট সারিয়ে দলে ফিরে অবশ্য ব্যাট হাতে এদিন সফল হতে পারেননি শিখর ধবন (১)। লখনউয়ের পক্ষে যশ ঠাকুর ৪ টি, নভিন-উল-হক ৩ টি ও রবি বিষ্ণোই ২ টি উইকেট নেন।

আরও পড়ুন: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা গুগলের