Sushil Modi in UCC: অভিন্ন দেওয়ান বিধির আওতা থেকে আদিবাসীদের বাদ রাখার দাবি সংসদীয় প্যানেল প্রধান সুশীল মোদীর

আইন বিষয়ক সংসদীয় প্যানেলের প্রধান তথা বিজেপির বিহারের সাংসদ অভিন্ন দেওয়ান বিধি নিয়ে এবার মুখ খুললেন। বিহারের প্রাক্তন এই উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী দাবি তোলেন, যাতে আদিবাসী ও যাঁরা উত্তর পূর্বের আদিবাসী বাসিন্দা তাঁদের অভিন্ন দেওয়ান বিধির আওতা থেকে বাইরে রাখা হোক। জানা গিয়েছে, এক বিশেষ বৈঠকে বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে একথা বলেছেন।

জানা গিয়েছে, ওই বৈঠকে বিরোধীরা প্রশ্ন তোলেন যে, ‘ল কমিশন’ এই অভিন্ন দেওয়ান বিধির বিষয়ে কবে থেকে ‘কনসালটেশনের’ পদক্ষেপ করবে? অভিন্ন দেওয়ান বিধি যে লোকসভা ভোটের আসরকে অনেকটাই সরগরম করবে তা বলাই বাহুল্য। এদিকে, বিভিন্ন পার্টি এই অভিন্ন দেওয়ান বিধি নিয়ে নিজের মতামত দিয়ে দিয়েছে। মায়াবতী জানিয়ে দিয়েছেন যে, তিনি ও তাঁর পার্টি এই অভিন্ন দেওয়ান বিধিকে সমর্থন করছেন। বিএসপি এই অভিন্ন দেওয়ার বিধির বিরোধিতা করবে না বলে জানান মায়াবতী। তবে তিনি এও জানিয়ে দেন যে, ‘বিজেপির রাজনীতির সমর্থক’ নয় তাঁর পার্টি।

এদিকে, কমন সিভিল কোড নিয়ে কবনসালটেশনের পর এই প্রথম আইন বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির এই বৈঠক ছিল। কনসালটেশন পদ্ধতি নিয়ে আইন বিষয়ক এবং আইন মন্ত্রক ও আইন বিভাগগুলির সদস্যদের সঙ্গে প্যানেল বৈঠক করে তাদের পরামর্শ শুনতে চেয়েছে। ‘রিভিউ পার্সোনাল ল’ এই শীর্ষক বিষয় সামনে রেখে অভিন্ন দেওয়ান বিধি নিয়ে গত মাসেই সংশ্লিষ্ট মহলের মতামত চেয়ে নোটিস জারি করা হয়েছিল। সূত্রের খবর, শিবসেনার সঞ্জয় রাউত আলোচনার বা কনসালটেশনের সময় নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে, কংগ্রেস সাংসদ বিবেক তানখা এবং ডিএমকে এমপি পি উইলসন পৃথক লিখিত বিবৃতি জমা দিয়েছিলেন, জোর দিয়েছিলেন যে আবেগপূর্ণ বিষয়ে নতুন পরামর্শের প্রয়োজন নেই। কংগ্রেস নেতা বিবেক তনখা তাঁর চিঠিতে পূর্ববর্তী আইন কমিশনের দৃষ্টিভঙ্গিও তুলে ধরে লেখেন যে ‘একটি অভিন্ন নাগরিক বিধি প্রদান করা “এই পর্যায়ে প্রয়োজনীয় বা কাম্য নয়’।

এদিকে, এদিনের বৈঠকে সুশীল মোদী দাবি করেন যাতে আদিবাসীদের বাদ রাখা হয় অভিন্ন দেওয়ান বিধির আওতা থেকে। এরসঙ্গেই তিনি তুলে ধরেন যে, সমস্ত আইনের ‘ব্যতিক্রম’ রয়েছে। ফলে সেই মর্মে যেন এই পদক্ষেপ করা হয়। বৈঠকে এটিও উল্লেখ করা হয়েছিল যে কেন্দ্রীয় আইনগুলি বাসিন্দাদের সম্মতি ছাড়া উত্তর পূর্বের কিছু রাজ্যে প্রযোজ্য নয়।