Jyotipriya Mullick: হাসপাতালে ভর্তি হলেন জ্যোতিপ্রিয়, ছুটি পাওয়ার পর থেকে গণনা হবে ED হেফাজতের মেয়াদ

ইডি হেফাজতের নির্দেশের পর কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার বিকেলে বিচারক ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পরেই আদালতে মূর্ছা যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ভর্তি করতে বলেন চিকিৎসকরা। ওদিকে আদালত জানিয়েছে, হাসপাতালে ভর্তি থাকার সময়কাল ইডি হেফাজত বলে গণ্য হবে না।

শুক্রবার সন্ধ্যায় জ্যোতিপ্রিয়কে নিয়ে হাসপাতালে পৌঁছন চাঁর মেয়ে প্রিয়দর্শিনী। তার আগে আদালতে একপ্রস্থ নাটক হয়। জ্যোতিপ্রিয় পড়ে যাওয়ার পরে তাঁকে নিয়ে গিয়ে বসানো হয় বিচারকের চেম্বারে। এর পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর ইডি হেফাজত মকুবের আবেদন করেন মন্ত্রীর আইনজীবীরা। তবে তাতে কোনও কাজ হয়নি। জ্যোতিপ্রিয়কে তারা কম্যান্ড হাসপাতালে ভর্তি করতে চায় বলে জানায় ইডি। ওদিকে পরিবারের তরফে পছন্দের বেসরকারি হাসপাতালে ভর্তি করার আবেদন জানানো হয়। পরিবারের আবেদনই মঞ্জুর করেন বিচারক। জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর জ্যোতিপ্রিয়কে প্রয়োজনে কম্যান্ড হাসপাতালে ভর্তি করতে হবে। কম্যান্ড হাসপাতালকে ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গড়ে জ্যোতিপ্রিয়র চিকিৎসা করতে হবে।

এই নির্দেশের পর জ্যোতিপ্রিয়কে নিয়ে অ্যাপোলো হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী। হাসপাতালে এমারজেন্সিতে তাঁকে নিয়ে যাওয়া। সেখানে মন্ত্রীর যাবতীয় পরীক্ষা করেন চিকিৎসকরা। করা হয় MRI. এর পর জ্যোতিপ্রিয়কে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করার সিদ্ধান্ত নেন তাঁরা। রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওদিকে জ্যোতিপ্রিয় বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ায় বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে ইডি। আদালত জানায়, বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার সময়কাল ইডি হেফাজতের মধ্যে গণ্য হবে না। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর থেকে গণনা করা হবে হেফাজতের মেয়াদ। শুক্রবার বিকেলে ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়কে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক তনুময় কর্মকার।