Sports Highlights: অনুশীলন শুরু ঈশানের, রঞ্জিতে বাংলার অগ্নিপরীক্ষা, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা: </strong>বিতর্কের মধ্যেই অনুশীলনে ফিরলেন ঈশান কিষাণ। রঞ্জি ট্রফিতে শুক্রবার থেকে বাংলা বনাম কেরল। রাজ্য বাজেটে বড় ঘোষণা। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>হার্দিকের সঙ্গে প্রস্তুতি</strong></p>
<p>বর্তমানে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) সার্কেলের অন্যতম বড় প্রশ্ন হল তারকা কিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan) কবে মাঠে ফিরছেন। মানসিক স্বাস্থ্যজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ় থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে তাঁর মাঠে ফেরা নিয়ে না না জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। এবার অবশেষে অনুশীলনে ফিরলেন ঈশান। বঢোদরায় রিলায়েন্স স্টেডিয়ামে হার্দিক ও ক্রণাল, দুই পাণ্ড্য ভাইদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে ঈশানকে।</p>
<p><strong>বাজেটে বড় চমক</strong></p>
<p>রাজ্যের অ্যাথলিটদের জন্য সুখবর। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জিতলেই এবার থেকে পাওয়া যাবে রাজ্য সরকারি চাকরি। বৃহস্পতিবার রাজ্য বাজেটে (West Bengal State Budget) ঘোষণা করলেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।</p>
<p>বিধানসভায় বাজেট বক্তৃতায় চন্দ্রিমা বলেন, ‘অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় ও আন্তর্জাতিক গেমস ও স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা, রুপো ও ব্রোঞ্জ পদকজয়ীদের মেডেলের শ্রেণি ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিন্টেন্ডেন্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দফতরে চাকরির সুযোগ দেওয়া হবে।'</p>
<p><strong>মনোজদের পরীক্ষা</strong></p>
<p><a href="https://bengali.abplive.com/topic/ranji-trophy">রঞ্জি ট্রফি</a>তে (Ranji Trophy) কেরলের বিরুদ্ধে ম্যাচে নামার আগে পয়েন্ট টেবিলের দিকে নিশ্চয়ই তাকাতে চাইবেন না বাংলা শিবিরের কেউই।</p>
<p>এলিট গ্রুপ বি-র পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে বাংলা (Bengal Cricket Team)। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। ৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে কার্যত পৌঁছেই গিয়েছে মুম্বই (Mumbai Cricket Team)। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে দুইয়ে রয়েছে অন্ধ্র প্রদেশ। সমান পয়েন্ট (১২) হলেও কোশেন্টে এগিয়ে থাকায় তিনে উত্তর প্রদেশ। শেষ আটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে বাংলাকে। এমনকী, বোনাস পয়েন্ট সহ জিতলেও বাংলার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত নয়। তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে।</p>
<p>আর এই পরস্থিতিতে শুক্রবার থেকে শুরু হতে চলা ম্যাচে একাদশে একাধিক বদল করতে চলেছে বাংলা। এমনিতে কেরলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমের এই ম্যাচের আগে বাংলা শিবিরে যোগ দিয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ ও শাহবাজ আমেদ। তিনজনই কেরলের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে অটোমেটিক চয়েস। বদলে ফেলা হচ্ছে ওপেনিং জুটিও। সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষকে নিয়ে মরশুমের শুরুতে উচ্ছ্বাস দেখিয়েছিল বাংলা শিবির। বলা হয়েছিল, দীর্ঘদিনের ওপেনিং সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও দুই ওপেনারকে নিয়ে ভীষণ ইতিবাচক ছিলেন। কিন্তু রঞ্জি মরশুমের ষষ্ঠ ম্যাচে নামার আগে পরিস্থিতি এমনই যে, শ্রেয়াংশ ঘোষ বাদ পড়ে গিয়েছেন দল থেকেই। আর সৌরভ পালের দক্ষতায় আস্থা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্ট। কেরলের বিরুদ্ধে রঞ্জি অভিষেক হচ্ছে রণজ্যোৎ সিংহ খইরার। অভিমন্যুর সঙ্গে তিনিই বাংলার ইনিংস ওপেন করবেন।</p>
<p><strong>ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া</strong></p>
<p>ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) ফের ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্যাচ। রোহিত শর্মাদের (Rohit Sharma) স্বপ্নভঙ্গের&nbsp;ঠিক আড়াই মাস পরে।</p>
<p>অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup) ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে ভারত। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস সেমিফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়াও। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ট্রফি যুদ্ধ। দাদারা পারেননি। ফেভারিট হিসাবে নেমেও আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হেরে গিয়েছিলেন। ভাইরা কি পারবেন সেই যন্ত্রণামুক্তি ঘটাতে? দেশকে রেকর্ড পঞ্চমবারের জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে?</p>
<p><strong>ক্রিকেট নস্ট্যালজিয়া</strong></p>
<p>সোনালি স্মৃতিই উসকে দিলেন মহারাজ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সৌরভ। সেখানে মধ্যমণি তিনি। সঙ্গে রয়েছেন পাঁচ তরুণ। যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ ও জাহির খান। সেই <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের নিউক্লিয়াস। প্রত্যেকের উত্থান ও প্রতিষ্ঠার নেপথ্যেই রয়েছে সৌরভের হাত। ছবিতে সকলকেই দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাকে। সৌরভ ক্যাপশনে লিখেছেন, ‘দ্য বয়েজ়।’ সঙ্গে হ্যাশট্যাগে থ্রো ব্যাক থার্স ডে। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় তোলা হয়েছিল ছবিটি।</p>