আবাস যোজনার তালিকায় নাম নেই, তৃণমূল বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ মহিলাদের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার বিডিও অফিসে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বাসন্তীর বিডিও শ্যামল মণ্ডল। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে কোনওক্রমে নিস্তার পান তিনি। ওদিকে তালিকায় নাম দেখে বাড়ি ফিরবেন বলে জানিয়ে বিডিও অফিসের সামনে অপেক্ষায় রয়েছেন গ্রামবাসীরা।

সোমবার দুপুরে শ্যামলবাবু বিডিও অফিসে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল মহিলা। তাদের দাবি, এলাকায় পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় থকলেও যোগ্য প্রাপকদের নাম নেই। বিডিওকে আবেদন করলেও তিনি কর্ণপাত করছেন না। এই অভিযোগে শ্যামলবাবুকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।

বিক্ষোভের মুখে বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিতে থাকেন শ্যামলবাবু। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বেশ কয়েকবার বোঝানোর পর শান্ত হন মহিলারা। তাঁরা জানান, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিডিও অফিসের বাইরে বসে থাকবেন তাঁরা।

আবাস যোজনার তালিকার সমীক্ষা শুরু হতেই রাজ্যের প্রায় সব জেলা থেকে বেনিয়মের অভিযোগ এসেছে। চার তলা বাড়ির মালিক তৃণমূলের পঞ্চায়েত প্রধানসহ তাঁর গোটা পরিবারের নাম পাওয়া গিয়েছে তালিকায়। ওদিকে কাঁচা বাড়ির বাসিন্দাদের দাবি, তাদের নাম নেই তালিকায়।